ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলায় অতিপ্রবল বৃষ্টিপাত, কোন জেলায় কবে কত বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

তুলনায় আম্ফানের মতো না হলেও, ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় অতিপ্রবল বৃষ্টিপাত (rain) হবে। এদিন এমনটাই জানিয়েছেন আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ২৬ মে সন্ধেয়

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ২৬ মে, বুধবার সন্ধেয়। এখনও পর্যন্ত আছড়ে পড়ার নির্দিষ্ট কোনও অবস্থান বলা না গলেও, ওড়িশার পারাদ্বীপ থেকে বাংলার সাগরদ্বীপের মধ্যে কোনও এক জায়গায় ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল হতে পারে। সময় এগোলে এব্যাপারে নির্দিষ্ট করে জানানো সম্ভব হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

২৫ মে যেসব জেলায় ঝড়-বৃষ্টি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৫ মে মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টি হবে। এই বৃষ্টি হবে মাঝারি মানের। সঙ্গে ঘন্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৬ মে যেসব জেলায় ঝড়-বৃষ্টি

২৬ মে সকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। অত্যধিক বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়। আর অতিভারী বৃষ্টি হবে নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও মালদহ জেলায়। সকালের দিকে ঝড় ঘন্টায় ৮০ থেকে ১১০ কিমি হলেও, বিকেলের দিকে তা বেড়ে ঘন্টায় ১৫৫ কিমি পর্যন্ত হয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৭ মে বৃষ্টি হবে উত্তরবঙ্গে

২৭ মে বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন বৃষ্টি হবে সিকিমেও। ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, বীরভূম জেলাতেও। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে ২৪-২৬ মের মধ্যে সমুদ্র উত্তাল থাকবে। তবে ইয়াস, আম্ফানের মতো সুপার সাইক্লোন নয় বলে আবহাওয়া দফতরের তরফে আশ্বস্ত করা হয়েছে।

More CYCLONE News  

Read more about:
English summary
There will be heavy to very heavy rain and storm due to cyclone Yaas from tuesday to thursday, says Weather Office