ঘূর্ণিঝড় ইয়াসের প্রহর গোনা শুরু বাংলায়, কোন জেলায় কবে কেমন ঝড়বৃষ্টি, একনজরে পূর্বাভাস

ঘূর্ণিঝড় ইয়াসের (cyclone yaas) প্রহর গুণছে বাংলা। তারই মধ্যে এদিন ঘর্মাক্তজনিত অস্বস্তিকর আবহাওয়া ছিল সারাদিন। তবে বিকেলের দিকে ঝড়বৃষ্টির কারণে কোনও কোনও জায়গায় তাপমাত্রা কিছুটা কমে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (weather office) অনুযায়ী, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবেই রাজ্যে দিন কয়েক তাপমাত্রা কম থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের কোনও জেলাতেই সেরকমভাবে ঝড় বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ সোমবার ও মঙ্গলবারের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবিদ্যৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী তিনদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ৪-৬ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গে পড়বে বুধবার ও বৃহস্পতিবার

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গে। যার জেরে প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোনও কোনও সময় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমিও। সঙ্গে হতে পারে ভারী বৃষ্টিও। জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা বৃষ্টিও হতে পারে। তবে তারপরে ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝড় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হবে সোমবার বিকেল থেকে

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টি শুরু হবে সোমবার বিকেল থেকে। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ছড়িয়ে পড়বে। মঙ্গরবার সারাদিন পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়া বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। আর বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। আর উপকূলবর্তী জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৬.৬ (৩৫.৬)
বালুরঘাট ৩০.৮ (৩১)
বাঁকুড়া ৩৫.১ (৩৬.৫)
ব্যারাকপুর ৩৬.৮ (৩৭.১)
বহরমপুর ৩৭.৪ (৩৭)
বর্ধমান ৩৮ (৩৯)
ক্যানিং ৩৮ (৩৮.৪)
কোচবিহার ৩৪.৩ (৩২.৪)
দার্জিলিং ২৪.৪ (১৯.৭ )
দিঘা ৩৬.২ (৩৬.৬)
কলকাতা ৩৬.৪ (৩৬.৭)
মালদহ ৩৫ (৩৩.৪)
পানাগড় ৩৬.২ (৩৬.৭)
পুরুলিয়া ৩৪.৭ (৩৫.৩)
শিলিগুড়ি ৩৫.৭ (৩২.৩)
শ্রীনিকেতন ৩৭.২ (৩৬.৫)

সোনালীর মতো অনেকের তৃণমূলে ফেরার ইচ্ছা, বিজেপিতে যোগদানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক দিলীপ ঘোষসোনালীর মতো অনেকের তৃণমূলে ফেরার ইচ্ছা, বিজেপিতে যোগদানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক দিলীপ ঘোষ

More WEATHER News  

Read more about:
English summary
Latest weather updt and forecast of Kolkata and West Bengal for 22 May, 2021 in Bengali on cyclone yaas
Story first published: Saturday, May 22, 2021, 18:40 [IST]