ইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা! কলকাতা সহ একাধিক জেলায় পৌঁছে গেল NDRF-এর টিম

ধেয়ে আসছে ইয়াস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার থেকেই বঙ্গবাসীকে জানান দিতে শুরু করবে ইয়াস। আলিপুর আবহাওয়া দফতর আগে থেকেই সতর্ক করে জানিয়েছে সোমবার থেকে আকাশের মুখ ভার হবে উপকূলবর্তী জেলাগুলিতে।

তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। থাকবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে মৎস্যজীবীদের এই অবস্থায় সাগরে যেতে নিষেধ করা হয়েছে। সাইক্লোলের কারনে উত্তাল থাকবে সমুদ্র।

বিপর্যয়ের পরেই ঝাঁপিয়ে পড়বে জাতীয় বিপর্যয় বাহিনী

ধেয়ে আসছে সাইক্লোন। আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার সবদিক থেকেই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। প্রস্তুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গত কয়েকদিন আগেই পশ্চিম উপকুলে আছড়ে পড়ে টাউকাতে। এবার আছড়ে পড়ার প্রহর গুনছে ইয়াস। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে প্রস্তুতি নিচ্ছে এনডিআরএফ। বর্তমানে টাউকাটে বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ চালাচ্ছে এনডিআরএফ। শুক্রবার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এস এন প্রধাণ টুইট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে এয়ার লিফট করে পশ্চিমবঙ্গ-ওড়িশাতে নিয়ে আসা হচ্ছে টিম। ঝড়ের তীব্রতা কতটা হবে মৌসম ভবণ থেকে সেই তথ্য পেলে তবেই ঠিক করা হবে যে ঠিক কত টিম মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।

রাজ্যের একাধিক জেলাতে মোতায়েন হল টিম

বাংকায় সিরিয়াস সাইক্লোন হিসাবে আছড়ে পড়বে ইয়াস। ইতিমধ্যে প্রশাসনের তরফে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাত জাগবেন। মনে করা হচ্ছে সাইক্লোণ ইয়াস আমফানের থেকেও শক্তিশালী হবে। দ্রুত গতিতে দিঘা উপকূল সংলগ্ন এলাকায় আছড়ে পড়বে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাতে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েণ করা হয়েছে। যেমন হাসনাবাদ, সন্দেশখালি, গোশাবা, কাকদ্বীপ, সাগর, দিঘা, রামনগর, কন্টাই, ডায়মন্ডহারবার, কলকাতা এবং হাওড়াতে মোতায়েণ করা হয়েছে এনডিআরএফের টিম।

নৌকা থেকে সমস্ত সরঞ্জাম নিয়ে তৈরি এই টিম

ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের পরেই যাতে উদ্ধারকাজে নামা যায় সেজন্যে নেওয়া হচ্ছে প্রস্তুতি। ইতিমধ্যে গাছ কাঁটার যন্ত্র, বোট সমস্ত নিয়ে হাজির জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি এই দল। বিশেষ করে যেখানে ক্ষয়ক্ষতি প্রবল হতে পারে সেখানে এই টিম আগে থেকে মোতায়েন করা হল।

সোমবার থেকেই নামবে বৃষ্টি

এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থান করলেও ধীরে ধীরে সেটি এগিয়ে আসছে। তার প্রভাব দেখা দিতে শুরু করবে সোমবার থেকে। সোমবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলায় গুলিতে বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সকালের দিকে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। বিকেল থেকে হাওয়ার দাপট বাড়বে। হাওয়ার গতিবেগ বেড়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার হয়ে যাবে।

কবে ল্যান্ডফল

আবহাওয়া দফতর জানিয়েছে ২৬ তারিখ দিঘা এবং পারাদ্বীপের মাঝে কোনও একটি জায়গায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ইয়াসের। সেকারণেই এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। এছাড়া সুন্দরবন, দুই ২৪ পরগনা, কলকাতা শহরেও ইয়াসের প্রভাব পড়বে। তবে আম্ফান যেমন শহরের উপর দিয়ে বয়ে িগয়েছিল। ইয়াস কলকাতা শহরে সেই তাণ্ডব চালাবে না। তবে ২৩-২৪ তারিখ থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

More CYCLONE News  

Read more about:
English summary
NDRF prepares for Cyclone Yaas, positions teams in Bengal, Odisha