কলকাতা : রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ (Corona Virus)। আশার আলো দেখিয়ে কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় সুস্থতাও বেড়েছে রাজ্যে । সবমিলিয়ে করোনা যুদ্ধে সামান্য হলেও আশার আলো দেখছেন চিকিৎসকরা। তবে শুক্রবারের তুলনায় বেশকিছুটা কমেছে করোনা পরীক্ষার সংখ্যা।

রাজ্যের স্বাস্থ্যদপ্তরের (Health Department) শনিবার সন্ধের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শনিবার রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (Notrth 24 Parganas) । গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৩ হাজার ৮৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন । সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন । এক হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় জেলায় । এর ফলে শনিবার রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ১২ লক্ষ ৪৮ হাজার ৬৬৮ জন। তবে সুস্থতার হার খানিকটা হলেও আশা দেখাচ্ছে । তবে শুক্রবারের তুলনায় শনিবার করোনা পরীক্ষাও কিছুটা কমেছে রাজ্যে । গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭০ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনিবার রাজ্যে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১২ লক্ষ ছাড়াল। শনিবার রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১১ লক্ষ ২ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে যত মানুষ সেই সংখ্যাটি দৈনিক আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। শনিবার রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ২০২ জন। যা শুক্রবারের চেয়ে বেশকিছুটা বেশি। এর ফলে রাজ্যে চিকিৎসায় রয়েছেন এমন করোনা রোগীর সংখ্যাও কমেছে অনেকটাই। রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্য়া ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জন। যা শুক্রবারের তুলনায় ৪৯৩ জন কম।

তবে এ সবের পরেও করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু চিন্তা বাড়াচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় রোজই করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী । অথচ রাজ্যে এক সময় করোনা সংক্রমণে দৈনিত মৃত্যু শূন্যতে নেমে গিয়েছিল। কিন্তু এখন এই সংখ্যাটা ১৫০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। তবে এরই মধ্যে সামান্য স্বস্তি দিয়ে শনিবার রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে । গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। এই সংখ্যাটি ৪৩। করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা এর ফলে বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা সংক্রমণের তথ্য :-

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭০ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২০৮ জন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.