সৌদি আরবের ফুটবল ফেডারেশনের প্রস্তাব
সৌদি আরবের ফুটবল ফেডারেশন বা এসএএফএফের তরফে ফিফার কাছ উপরোক্ত প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার সভাপতি ইয়াসির আল-মিসেহালের বক্তব্য, করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জড়তার আঁচ লেগেছে ফুটবলেও। পরিস্থিতি সচল এবং স্বাভাবিক করতে আগামী দিনে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো উচিত বলে মনে করেন ইয়াসির। তাঁর কথায়, ফুটবলের স্বার্থে এবং আর্থিক মুনাফার খাতিরে দুই বিশ্বকাপের মধ্যে সময়ের ব্যবধান কমিয়েে দেওয়া উচিত।
সমীক্ষা শুরু করতে চলেছে ফিফা
সৌদি আরবের ফুটবল ফেডারেশনের প্রস্তাব যে মোটেই ফেলে দেওয়ার মতো নয়, তা সাফ জানিয়েছে ফিফা। তাই এই ইস্যুতে আগপাছ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে জিয়ান্নি ইনফান্তিনোর সংস্থা। তবে এ ব্যাপারে তাড়াহুড়ো করা হবে না বলেও জানিয়ে দিয়েছে ফিফা। তাঁদের নিয়ন্ত্রণাধীন ফুটবল খেলিয়ে দেশগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলা হবে বলেও জানিয়েছেন ইনফান্তিনো। দুই বিশ্বকাপের মাঝে যে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি হয়, সেগুলিকে জায়গা দেওয়ার জন্য দুই বছর উপযুক্ত সময় কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ফিফা প্রধান।
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ
২০২২ সালে কাতারে পুরুষদের ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা। ২১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা টুর্নামেন্ট। ১৮ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। করোনা ভাইরাসের আবহে সব আন্তর্জাতিক সূচির ম্যাচগুলি নামিয়ে এই মেগা ইভেন্ট সুষ্টুভাবে আয়োজন করাই তাঁদের সামনে প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছে ফিফা।
মহিলাদের ফুটবল বিশ্বকাপ
২০২৩ সালে মহিলাদের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বছরের ২০ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হওয়ার কথা। এই টুর্নামেন্টের সুষ্টু পরিচালনার জন্য উদ্যোগী ফিফা।