উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের কোনও জেলাতেই কোথাও কোন রকমের ঝড়ের কোনও পূর্বাভাস নেই। তবে এই ৪৮ ঘন্টার প্রথম ২৪ ঘন্টায় কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ২ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও রকমের পরিবর্তন হবে না তবে পরের দুদিন তাপমাত্রা ৫-৬ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোথাও সেরকমভাবে ঝড়ের কোনও সম্ভাবনা নেই। এই ৪৮ ঘন্টায় প্রথম ২৪ ঘন্টায় কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। যদিও ২৫ থেকে ঘূর্ণিঝড় ইয়াসের জেরে দুর্যোগ শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ৫-৬ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করবে। যা ২৪ মে থেকে ক্রমেই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ২৬ মে সকাল নাগাদ তা পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে আঘাত হানবে। যার জেরে ২৫ তারিখ মঙ্গলবার থেকে গাঙ্গের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালমকা থেকে মাঝারি বৃষ্টি এবং আর উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.৯ (২৫.৭)
বালুরঘাট ২৭.২ (২৭.৮)
বাঁকুড়া ২৩.৬ (২৫.৫)
ব্যারাকপুর ২৮.২ (২৮.৪)
বহরমপুর ২৬ (২৫.৪ )
বর্ধমান ২৬.৮ (২৫.৪ )
ক্যানিং ২৮ ( ২৮)
কোচবিহার ২৫.৩ ( ২৪.৯)
দার্জিলিং ১৪ (১৫)
দিঘা ২৮ (২৮.৭)
কলকাতা ২৯ (২৮.৯)
মালদহ ২৫.২ (২৫.৫)
পানাগড় ২৫.৮ (২৫.১)
পুরুলিয়া ২৪.৫ (২৪.১)
শিলিগুড়ি ২৫.৭ (২৪.২)
শ্রীনিকেতন ২৪.৬ (২৫.৪)