নিম্নচাপ তৈরি হয়েছে এদিন সকালে
এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা রবিবার সকাল নাগাদ আরও ঘনীভূত হবে। যা এরপর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে। যার জেরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
সোমবার বিকেল থেকে শুরু ঝড়-বৃষ্টি
এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৪ মে সোমবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পরবর্তী ২৪ ঘন্টায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপরেও তা উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। আরও ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। যার জেরে সোমবার বিকেল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে।
পশ্চিমবঙ্গ-ওড়িশা-বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ২৬ মে
এদিন আবহাওয়া দফতর জানিয়েছেন, শুক্রবার নাগাদ মনে হয়েছিল ঘূর্ণিঝড় ওড়িশায় বেশি আঘাত হানতে পারে। কিন্তু এদিন সকালের পর তার অভিমুখ পশ্চিমবঙ্গই হতে চলেছে বলেই মনে হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ইয়াস তৈরি হওয়ার মধ্যে এখনও দুটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। যার জেরে ২৫ মে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। আর কোনও কোনও জায়গায় ওইদিন অতিভারী বৃষ্টি হতে পারে। পরের দিন ভোরে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে আঘাত হানবে। ওইদিন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তিনি। আর ২৬ মে বিকেলের দিকে তা পশ্চিমবঙ্গ-ওড়িশা-বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।
বাদ যাবে না উত্তরবঙ্গও
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কবল থেকে বাদ যাবে না উত্তরবঙ্গও। উপকূলবর্তী জেলার পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়লেও, ২৬ ও ২৭ মে নাগাদ উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝড়-বষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। ইতিমধ্যেই সম্ভাব্য ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিকদলকে মোতায়েন করা হয়েছে। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছেন। পাশাপাশি ।তটা পারা যায় নিরপদস্থানে তাঁদেরকে সরিয়ে আনা হচ্ছে।