কী বলছে হু-র পরিসংখ্যান
হু- পরিসংখ্যান বলছে করোনা মহামারীর মারণ থাবায় ৮২ মিিলয়ন মানুষ করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন গোটা বিশ্বে। আর প্রায় ১.৮ মিলিয়ন মানুষ মারা গিয়েছেন এই সংক্রমণে। কিন্তু এই তথ্য পুরোপুরি সঠিক নয়। হু দাবি করেছে বাস্তবটা আরও কঠিন। এমন অনেক মৃত্যু হয়েছে যার সংখ্যা নথিভুক্ত করা হয়নি। সেই সংখ্যা পাওয়া েগলে করোনা সংক্রমণে মৃত্যু আরও কয়েকগুণ বেড়ে যাবে।
মৃত্যু আরও অনেক বেশি
করোনা ভাইরাসে মৃত্যুর পরিসংখ্যান হু যা দিেয়ছে তার থেকে কয়েক গুণ বেশি মানুষ মারা গিয়েছেন। সেগুলি নথিভুক্ত করা নেই। সেগুলি নথিভুক্ত করা হলে মৃত্যু সংখ্যা ৩ গুন বেশি হবে। বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। হুয়ের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, করোনায় কতজন মারা গিয়েছেন তার সঠিক তথ্য সবদেশকেই সংগ্রহ করতে হবে। তাহলেই এই রোগের ভয়াবহতা আরও স্পষ্ট হবে।
শুধু মাত্র হাসপাতালের নথি নয়
বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে অমেক দেশই সঠিক তথ্য দেয়নি। তারা কেবল মাত্র হাসপাতালে যতজনের মৃত্যু হয়েছে সেই তথ্য প্রকাশ করেছে। কিন্তু হাসপাতালেই কেবল মৃত্যু হয়নি। তার বাইরেও অনেক মৃত্যু হয়েছে। অনেকেই বাড়িতেই মারা গিয়েছেন। অনেই জানার আগেই মারা গিয়েছেন। এরতন একাধিক ঘটনা ঘটেছে।
সচেতনতা কমছে
বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আরেকটি তথ্য প্রকাশ করা হয়েছে সেটি উদ্বিগেজনক। তাঁরা দাবি করেছেন গত এক বছর ধরে করোনার সঙ্গে লড়াই করছেন মানুষ। তার পরেই ধীরে ধীরে সচেতনতা হারাচ্ছেন তাঁরা। সামাজিক দূরত্ব বিধি, মাস্ক পরা, হ্যানিটাইজ করা হাত। বারবার হাত ধোয়ার মতো এরকম একাধিক কাজ করা মানুষ এড়িয়ে যাচ্ছেন।এতে ঝুঁকি আরও বাড়ছে।