কলকাতা : গত ডিসেম্বর মাসেই নিজের প্রথম গানের অ্যালবাম- ‘রূপ সাগরে’ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী(Ritabhari Chakraborty)। অভিনেত্রীর পাশাপাশি যে তিনি যে একজন সুগায়িকাও তা আগেই প্রমাণ করেছেন। তবে ‘রূপ সাগরে” বাংলা গান হলেও এবার কিন্তু তিনি কলম ধরলেন এবং গাইলেন পুরোদস্তুর হিন্দি গান। প্রকাশ্যে আনলেন নিজের গাওয়া প্রথম হিন্দি গান-সাভন(Savaan)।

মিউজিক ভিডিওটির মেকিং ও স্ক্রিন প্রেসেন্স-ও দুর্দান্ত। বর্ষার আমেজ, হিমেল হাওয়া বৃষ্টি ভেজা মাটি আর প্রেম হ্যাক হয়ে গেল এই গানে। শ্রোতাদের ভাসিয়ে নিয়ে গেলেন প্রেম যমুনাতে। তবে, এক্ষেত্রে শুধু গান গাওয়াই নন তার সঙ্গে সঙ্গে এই গানের কথা লেখার পাশাপাশি স্বয়ং নায়িকা নিজেই করেছেন এই গানের কম্পোজিশন।
শুক্রবার নিজের প্রথম হিন্দি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন ঋতাভরী। গানে তাঁকে সঙ্গত দিয়েছেন বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire)। জনপ্রিয় ‘রঙ্গি সারি’ গানটির অংশ গেয়েছেন স্বানন্দ কিরকিরে।

ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধেছেন ‘থাপ্পড়’ সিনেমা খ্যাত অভিনেতা পাভেল গুলাটি (Pavail Gulati)।” অবশ্য
নতুন এই গানের কথা আগেই জানিয়েছিলেন ঋতাভরী। শুটিংয়ের ছবিও প্রকাশ্যে এনেছিলেন। মিউজিক ভিডিও সেনা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন পাভেল। মাঝে বিরহের ব্যথা রয়েছে ঠিকই তবে এই বিরহের পরেই রয়েছে মনের মানুষ ফিরে পাবার আনন্দ।

‘সাভন’ গানের মিউজিক এবং অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন সম্বিত মুখোপাধ্যায়। মিক্স এ মাস্টারিংয়ে সায়ন ঘোষ। রাহুল দাশগুপ্ত এবং খুশবু লোহারিয়ালের নিবেদিত গানটির প্রযোজনায় ঋতাভরীর সঙ্গী হয়েছেন মা শতরূপা সান্যাল। ভিডিওটি পরিচালনা করেছেন আত্রেয়ী সেন।

এখনও পর্যন্ত ছ’লক্ষেরও বেশি মানুষ ইউটিউবে তা দেখে ফেলেছেন। অনেকেই অভিনেত্রীর গানের প্রশংসা করেছেন। ২০১৭ সালে আবার আয়ুষ্মান খুরানার(Ayushman Khurana) সঙ্গে ‘ওরে মন’ (Ore Mon) মিউজিক ভিডিওয় জুটি বেঁধেছিলেন ঋতাভরী।

ছোটো পর্দা দিয়ে কাজ শুরু করলেও খুব বেশিদিন তাঁকে ছোট পর্দায় দেখা যায়নি। বরং মিউজিক ভিডিও,শর্ট ফিল্ম ইত্যাদির মাধ্যমে তিনি বলিউডেও সমাদর পান। কল্কি কোয়েচলিন,অনুরাগ কাশ্যপ,আয়ুষ্মান খুরানার মতো অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন তিনি। গত বছর মুক্তি পেয়েছিলো উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় অরিত্র মুখার্জির পরিচালনায় সিনেমা ‘ব্রম্হা জানেন গোপন কম্মোটি’ .যেখানে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন ঋতাভরী চক্রবর্তী। পাশাপাশি বিভিন্ন ফটোশ্যুট, অ্যাডের শ্যুটে নজর কাড়েন তিনি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.