সেই সোশ্যাল মিডিয়ার পর্দা! যেখানে চোখ রাখলেই কতই না আজব-অদ্ভূত আর অজানা দৃশ্য চোখে পড়ে। যা দেখে নেট জনতারা কখনও মানবিকতার উজ্জ্বল নিদর্শন, কখনও চক্ষুচড়ক গাছ, তো হেসে লুটোপুটি খায়। তাই তো সময় পেলেই বা কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য তাঁরা ঘুরে যায় সোশ্যাল মিডিয়া থেকে। মুঠোবন্দী এই স্মার্টফোনই আজ মানুষের কাছে বিনোদনের অন্যতম উপকরণ হয়ে দাঁড়িয়েছে। যা দেয় তাঁদের ক্ষণিক সময়ের জন্য স্বস্তিও। নেটিজেনরাও তাই মুঠোবন্দী ফোনে খুঁজে বেড়ায় সেই সব স্বস্তিদায়ক দৃশ্য।

তেমনই এক মিষ্টি ভিডিও (Heart Warming Video) সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস (IFS) এর অফিসার সুসন্ত নন্দ। তিনি প্রায়ই এমন ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন। তবে নেটিজেনদের মন্তব্য অনুযায়ী এই ভিডিওটি ‘এক মিষ্টি মুহূর্তের সমাহার’। ভিডিওটি এক সিংহ ও তার শাবকের। ছোট ভিডিও ক্লিপটিতে দেখা গেছে যে বেশ কয়েকটি সিংহ শাবক তাদের মায়ের সাথে একটি জলপথ পেরিয়ে যাচ্ছে। আইএফএস অফিসারের ১৮ মে টুইটারে পোস্ট করা এই ভিডিওয় দেখা যাচ্ছে সরু স্রোতটি পেরোনোর ​​আগে সিংহ শাবককে নিয়ে মা সাবধানতার সাথে জলের পরীক্ষা শুরু করে। তবে জলের মধ্যে সিংহ শাবকরা বিভ্রান্ত হয়ে পড়ে। শেষে মায়ের অনুকরণে সে জলাশয় অতিক্রম করে। সেই ভিডিও (Viral Lion Video) সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই মন করে নেয় নেটজনতার।

অফিসার নন্দ তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, “সন্দেহ হলে আপনার মাকে অনুসরণ করুন।” আর সেটিই ভিডিওটিকে (Viral Video) দিয়েছে এক অন্যমাত্রা। ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথে ৪৩ হাজারের বেশি মানুষ দেখেছেন এবং কমেন্ট বক্সে তাদের ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। এক টুইটার ব্যবহারকারী ওই পোস্টে উল্লেখ করেছেন যে, একজন মা নিঃসন্দেহে তার বাচ্চাদের জন্য সেরা শিক্ষক। অন্য একজন ভিডিওটির সাথে আসা বার্তার প্রশংসা করেছেন। সিংহিনী কীভাবে “জল পরীক্ষা করে দেখায়” তা দেখে আরও একজন মন্তব্য করেন”সর্বকালের সেরা পথ” সর্বদা একজনই দেখান, তিনি হলেন “মা”।

When in doubt,
Follow your mother pic.twitter.com/MXoqdb2687

— Susanta Nanda IFS (@susantananda3) May 18, 2021

 এদিকে, গত বছরের জুনে শেয়ার করা অন্য একটি পোস্টে নন্দ এশিয়াটিক সিংহের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে টুইট করেছেন। তিনি তাঁর ক্যাপশনে লিখেছেন “সিংহের গর্জন এখন আরও জোরে”। পোস্টে দেখানো হয়েছে যে ২০১৫ সালে ৫২৩ এর পরিসংখ্যান এখন ৬৭৪৮ হয়ে দাঁড়িয়েছে, যা প্রায় ২৯ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত। উল্লেখ্য, এশিয়াটিক সিংহের আদমশুমারিটি গুজরাট সরকার ২০২০ সালের জুনে পরিচালনা করেছিল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.