বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নিচে টেস্টিং বাড়লেও, বেলাগাম মৃত্যুমিছিল

বাংলায় দৈনিক টেস্টিং বাড়া সত্ত্বেও করোনা সংক্রমণ ২০ হাজারের নিচেই রয়েছে। সংক্রমণে নিয়ন্ত্রণের ছবি দেখা দিলেও, বেলাগাম মৃত্যুমিছিল চলছে বাংলায়। দৈনিক করোনা সংক্রমণ ফের বেড়েছে করোনাজয়ীর থেকে। তবু সংক্রমণ ২০ হাজার ছাড়িয়ে যায়নি, শুক্রবার করোনার টেস্টিং প্রায় সাড়ে ৭৭ হাজার হওয়া সত্ত্বেও।

কালো ছত্রাকের করাল থাবা আটকাতে ভরসা এই ওষুধেই! দিল্লিতে শুরু হাহাকার, ঘাটতি একাধিক রাজ্যেকালো ছত্রাকের করাল থাবা আটকাতে ভরসা এই ওষুধেই! দিল্লিতে শুরু হাহাকার, ঘাটতি একাধিক রাজ্যে

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৮৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১২ লক্ষ ৯ হাজার ৯৫৮ জন। এদিন ১৯৮৪৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪০৫৪। এদিন মৃত্যু হয়েছে ১৫৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জন। এদিন ৬৭১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯০১৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১০ লক্ষ ৮৩ হাজার ৫৭০ জন। সুস্থতার রেট হয়েছে ৮৮.১১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৮৬ হাজার ৩৯৭। ১১৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৩০৯০৭। এদিন টেস্টিং হয়েছে ৭৭৬২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ১০.৪৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৭২৩৯৭। এদিন ৩৫৬০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৬২৯৮৮। জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২৪০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১২৯৬ জন বেড়ে হয়েছে ৭৫৭৪১। হাওড়ায় আক্রান্ত ৭৪৭৮৬। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪৬ জন। হুগলিতে ১৩৯৩ জন বেড়ে আক্রান্ত ৬৪১৬৭ জন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus infected is below twenty thousand despite of testing increased in West Bengal
Story first published: Friday, May 21, 2021, 20:09 [IST]