বাঙালি অলিম্পিয়ান-সহ বক্সিং জগতের দুই কিংবদন্তি প্রয়াত

করোনা আবহে ভারতীয় বক্সিং জগতে দুঃসংবাদ। একই দিনে প্রয়াত হলেন বাঙালি অলিম্পিয়ান-সহ বক্সিং জগতের দুই কিংবদন্তি। প্রাক্তন ভারতীয় বক্সার শক্তি মজুমদার এদিন প্রয়াত হন কলকাতায় বালিগঞ্জে। অন্যদিকে, দিল্লিতে প্রয়াত হন দেশের প্রথম দ্রোণাচার্য কোচ ওপি ভরদ্বাজ।

বেঙ্গল অ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন অলিম্পিয়ান শক্তি মজুমদার। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক গেমসে বাঙালি এই বক্সার দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। ১৯৫২ সালের অলিম্পিক্সে প্রথম রাউন্ডে ভিয়েতনামের নিগুয়েন ভ্যান কুয়া-র বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে তিনি দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। সেই রাউন্ডে অবশ্য দক্ষিণ কোরিয়ার হান সু-আনের কাছে পরাস্ত হয়েছিলেন শক্তি মজুমদার।

#मुक्केबाजी में भारत के पहले #द्रोणाचार्य पुरस्कार विजेता कोच #ओपी_भारद्वाज का निधन#OPBhardwaj@BFI_official#boxinghttps://t.co/m6UyfYg5Im pic.twitter.com/3HTizguUwT

— यूनीवार्ता (@univartaindia1) May 21, 2021

দিল্লিতে এদিনই প্রয়াত হন দেশের প্রথম দ্রোণাচার্য কোচ ওপি ভরদ্বাজ। তাঁর বয়স হয়েছিল ৮২। ১৯৮৫ সালে কুস্তিতে বলচন্দ্র ভাস্কর ভগত ও অ্যাথলেটিক্সে ও এম নাম্বিয়ারের সঙ্গে তিনি প্রথমবারেই দ্রোণাচার্য কোচের সম্মান পান। বহু বছর তিনি ভারতীয় দলের বক্সিং কোচ ছিলেন। বক্সিংয়ে জাতীয় নির্বাচকের ভূমিকাও পালন করেছিলেন। তিনিও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বেশ কয়েকদিন ধরেই। দিন দশের আগে তাঁর স্ত্রী-ও প্রয়াত হন। ভরদ্বাজের প্রশিক্ষণপ্রাপ্ত অনেক ভারতীয় বক্সারই এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও সাউথ এশিয়ান গেমসে পদক জিতেছেন। পাতিয়ালায় ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্টস ইন্ডিয়ার প্রথম চিফ ইনস্ট্রাক্টর ছিলেন তিনি। ২০০৮ সালে তাঁর কাছে বক্সিংয়ের কিছু টেকনিক শিখতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকেও।

More BOXING News  

Read more about:
English summary
Olympian Boxer Sakti Mazumdar Dies After Suffering Heart Attack At Ballygunge In Kolkata. India's First Dronacharya Awardee Boxing Coach OP Bhardwaj Dies After Prolonged Illness.
Story first published: Friday, May 21, 2021, 23:01 [IST]