কংগ্রেসের টুলকিটে বেকায়দায় বিজেপি, সম্বিত পাত্রের টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' তকমা

করোনা আবহেই গত কয়েক মাসে তুঙ্গে উঠেছে কংগ্রেস-বিজেপি সংঘাত। এদিকে এরই মাঝে একটি নয়া টুলকিট নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানৌতর। বিপির দাবি ওই টুলকিটের মাধ্যমে কেন্দ্র তথা নরেন্দ্র মোদীক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে কংগ্রেস। এমনকী তার স্ক্রিনশট তুলে বিপির একাধিক নেতা পোস্টও করেন টুইটারে। কিন্তু কংগ্রেসের দাবি ছিল পুরোটাই সাজানো ঘটনা। এবার কংগ্রেসের দাবিকেই কার্যত মান্যতা দিল খোদ টুইটার কর্তৃপক্ষ।

সম্বিত পাত্রের টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' তকমা

এদিকে ইতিমধ্যেই জে পি নাড্ডা, বি এল সন্তোষ, স্মৃতি ইরানী এবং সম্বিৎ পাত্র, এই চার বিজেপি নেতার ট্যুইটার হ্যান্ডেল সাসপেন্ড করার দাবি জানানো কংগ্রেসের তরফে। কংগ্রেসের দাবি নিজেদের ব্যর্থতা ঢাকতে ‘টুলকিট'-এর নামে বিজেপির পক্ষ থেকে ট্যুইটারে ভুয়ো তথ্য প্রচার করা হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই সম্বিত পাত্রের করা টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' তকমা দিল টুইটার। যা নিয়ে তীব্র চাপানৌতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এফআইআরও দায়ের কংগ্রেসের

টুইটারের এই পদক্ষেপে বিজেপির যে রীতিমতো বেকায়দায় তা আর বলার অপেক্ষা রাখে না। কংগ্রেস নেতৃত্বের দাবি বিজেপি নেতৃত্ব কংগ্রেসের লেটারহেড জাল করে তাতে কিছু ভুয়ো তথ্য লিখে তা প্রচার করে। এমনকী কংগ্রেস নেতৃত্বের ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা করা হয়। এমনকী এই অভিযোগে জে পি নাড্ডা, বি এল সন্তোষ, স্মৃতি ইরানী এবং সম্বিৎ পাত্রের বিরুদ্ধে এফআইআরও দায়ের করে কংগ্রেস।

মহামারিকে হাতিয়ার করে মোদীর ভাবমূর্তি নষ্ট করছে কংগ্রেস

অন্যদিকে বিজেপির দাবি রাহুল গান্ধী মহামারীর এই সুযোগকে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ধ্বংস করতে মেতে উঠেছেন। এমনকী কংগ্রেসের লোগো দেওয়া টুলকিট শেয়ার করে তাঁর দাবি করোনার কংগ্রেস কর্মীদের করোনা স্ট্রেনকে 'মোদী স্ট্রেন' বলে প্রচার করার জন্য নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এমনকী মহাকুম্ভকেও সুপারস্প্রেডার হিসাবে প্রচার করা হচ্ছে।

স্মৃতির পাতায় ট্রাম্প

কিন্তু শুরু থেকেই কংগ্রেস দাবি করে আসছে এধরণের কোনও টুলকিটই তাদের তরফে বানানো হয়নি। কংগ্রেসের দাবি তাদের দলের প্রতীক ব্যবহার করে মিথ্যা খবর ছড়াচ্ছে গেরুয়া শিবির। এদিকে এর আগে মার্কিন নির্বাচনের সময়ে ভুয়ো খবর ছড়ানোয় টুইটারের তোপের মুখে পড়েন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার টুইটগুলিকেও 'ম্যানিপুলেটেড মিডিয়া' তকমা দেওয়া হয়। এবার এই তালিকায় জুড়ল বিজেপির নাম।

More SAMBIT PATRA News  

Read more about:
English summary
Twitter gave a manipulated tag to the post of congress Toolkit by Sambit Patra