করোনা আতঙ্কের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের অন্যতম বড় রাজ্য অরুণাচল প্রদেশ। সেখানে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৮। এদিন সন্ধ্যায় অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় এই কম্পন অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চাংলাং থেকে ৪০২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোনও এক জায়গা। এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি বলেই জানা গিয়েছে। সন্ধ্যা ৭টা ১৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। মাটি থেকে ১০০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছে।
হিমালয়ের কাছাকাছি এলাকায় মাটির নিচে ফল্ট লাইন থাকার ফলে বিজ্ঞানীরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন যে এই এলাকায় বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে যার ভয়াবহতা সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। যা নিয়ে নিরন্তর গবেষণাও চলছে। এই অবস্থায় কিছুটা দূরে হলেও অরুণাচলে ভূমিকম্প নতুন করে গবেষকদের মাথায় চিন্তার ভাঁজ ফেলবে, তাতে সন্দেহ নেই।
প্রসঙ্গত অরুণাচল প্রদেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৫৯ জন। মারা গিয়েছেন ৮৯ জন। ফলে করোনা আতঙ্ক যেমন রয়েছে তেমনই নতুন করে ভূমিকম্প বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়াল তাতে সন্দেহ নেই।