ব্ল্যাক ফাঙ্গাস প্রাণ কাড়ল ভারতের মহিলা শুটিং কোচ মোনালির

করোনাকে জয় করলেও হার মানলেন ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের কাছে। মাত্র ৪৪ বছর বয়সে গতকালই প্রয়াত হলেন ভারতের শুটিং কোচ মোনালি গোরহে। কোর গ্রুপের পিস্তল কোচ মোনালির বাবাও করোনা আক্রান্ত ছিলেন। মেয়ের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে গতকাল তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা আক্রান্ত হয়ে দিন পনেরো আগে মোনালি গোরহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনাকে জয় করায় তাঁকে নন-কোভিড ওয়ার্ডেও আনা হয়। তবে তাঁর বুকে সংক্রমণ ছিল। শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। ওষুধ চলছিল। মনের জোর নিয়ে লড়াইও করছিলেন চিকিৎসকদের পরামর্শ মেনে। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের কাছে শেষে পরাস্ত হলেন তিনি। নিজে শুটিং কেরিয়ার দীর্ঘায়িত না হলেও ২০০৬ সাল থেকে তাঁর প্রশিক্ষণপ্রাপ্ত অনেক মহিলা পিস্তল শুটার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আইএসএসএফ থেকে কোচিং সার্টিফিকেট পাওয়ার পর অফিসিয়াল ও ম্যানেজিং কমিটির সদস্য হিসেবেও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। গত মাসেই সাইয়ের সঙ্গে ন্যাশনাল কোর গ্রুপকে কোচিং করানোর চুক্তি নবীকরণের পর ফের জোরকদমে নাসিক কোচিং আকাদেমি এক্সেল সেন্টারে কোচিং করাতে মুখিয়ে ছিলেন। যদিও ব্ল্যাক ফাঙ্গাসের কাছে হার মেনে সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেল।

২০১৬ সালে শ্রীলঙ্কার কোচ হিসেবে মোনালির প্রশিক্ষণাধীন পুরুষদের পিস্তল দল ব্রোঞ্জ জেতে। নাসিকে ফিরে জাতীয় পর্যায়ের পিস্তল শুটার শ্রেয়া গাওয়ান্ডে, মনীষা রাঠোরদের প্রশিক্ষণ দেন। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, কোর গ্রুপের পিস্তল কোচ ও একজন দক্ষ, কঠোর পরিশ্রমী টেকনিক্যাল অফিসিয়াল এভাবে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়ে প্রয়াত হওয়ায় শুটিং মহল শোকাহত।

More SHOOTING News  

Read more about:
English summary
Indian Shooting Coach Monali Gorhe Died Due To Black Fungus. Her Father Also Died Yesterday.
Story first published: Friday, May 21, 2021, 16:50 [IST]