ঘূর্ণিঝড় ২৬ মে আঘাত হানতে পারে উপকূলে
কলকাতা থেকে ১২০০ কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণিঝড় ২৬ মে আঘাত হানতে পারে উপকূলে। বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে একদিন আগে থেকে। ২৫ মে থেকে বাংলার উপকূলে বইবে ঝোড়ো হাওয়া।
ঝড়ের আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস
ঘূ্র্ণিঝড় ইয়াসের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে উঠবে সমুদ্র। উত্তরোত্তর বৃদ্ধি পাবে ঝড়ের দাপট। সাধারণভাবে ঝড় আসার আগে উপকূলে বাতাসের গতিবেগ থাকবে ৬০ কিলোমিটার ঘণ্টায়। আন্দামান সাগর ও নিকটবর্তী বঙ্গোপসাগর অশান্ত হতে শুরু করবে ২৩ মে থেকে। এই মে মাস ঘূর্ণিঝড় তৈরির আদর্শ সময়।
আম্ফানের বর্ষপূর্ণ হতেই আগমন বার্তা ইয়াসের
সুপার সাইক্লোন আম্ফান ঠিক এক বছর আগে আছড়ে পড়েছিল বাংলার উপকূলে। ২০ মে সুন্দরবনকে বিধ্বস্ত করে দিয়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। এবারও সেই একই সময়ে হানা দিতে চলেছে আরও এক ঘূর্ণিঝড়। আন্দামান ও মায়ানমার উপকূলে সংলগ্ন এলাকায় এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে ধেয়ে আসবে।
নিম্নচাপকে ঘূর্ণিঝড়ে পরিণত করবে তাপমাত্রার বৃদ্ধি
আন্দামান সাগরের তটদেশের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।এর ফলে বাতাস বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যাচ্ছে। সেই শূন্যস্থান ভরাট করতে মধ্য ও উত্তর ভারতের হাওয়া ওই দিকে ধেয়ে যাচ্ছে। এইভাবেই ওই অঞ্চলে তৈরি হচ্ছে নিম্নচাপ পরিস্থিতি। তা ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হবে শীঘ্রই।
সোমবার থেকেই জানান দেবে ইয়াস, বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, আগেই সতর্ক করল হাওয়া অফিস
ঘূর্ণিঝড় কোন উপকূলে হানা দেবে, পূর্বাভাসের অপেক্ষা
আবহবিদরা জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে আন্দামান সাগরের নিম্নচাপ শেষপর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তা গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এখন দেখার ঘূর্ণিঝড় সাগরের বুক চিরে কোন উপকূলের দিকে এগিয়ে যায়। বাংলার উপকূল নাকি ওড়িশার উপকূলে হানা দেয় ঝড়, তার সুষ্পষ্ট আভাসের অপেক্ষা এখন।