'জাহাঁ বিমার, ওহিঁ উপচার', কোভিডের দ্বিতীয় স্রোতে নয়া স্লোগান মোদীর

করোনার দংশন যখন প্রথমবার শুরু হয় ভারতের বুকে, তখন লকডাউনের রাস্তায় হাঁটার সময় দেশবাসীর প্রতি একাধিকবার বহু বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সেবার কোভিড যোদ্ধাদের প্রতি কুর্ণিশ জানিয়ে কখনও প্রদীপ জ্বালানো বা কখনও বাসনে শব্দ করার বার্তা পেশ করেন তিনি। একই সঙ্গে দিয়েছিলেন 'দো গজ দুরি'র বার্তা। এবার কোভিডের নয়া স্রোতের মাঝে নরেন্দ্র মোদী দিলেন নতুন স্লোগান।

ব্ল্যাক ফাঙ্গাস থেকে শিশুদের দূরে রাখার বার্তা

প্রসঙ্গত, এদিন বারাণসীতে কোভিড পরিস্থিতি সংক্রান্ত এক ভার্চুয়াল আলোচনায় মোদী বলেন, ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ থেকে এবার শিশুদের রক্ষা করতে হবে। এপর্যন্ত উত্তরপ্রদেশে ৮ জনের মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে। সেই পরিস্থিতিতে মোদীর বার্তা ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

নিজের সংসদীয় এলাকা বারাণসীর ভূয়সী প্রশংসা

'পণ্ডিত রঞ্জন মিশ্র কোভিড হাসপাতালে যেভাবে অক্সিজেন, বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, আইসিইউ বেডের সংখ্যা বেড়েছে বারণসী শহরে, তাতে বারণসী একটি উদাহরণ রেখেছে, এত অল্প সময়ে।' এদিন নিজের লোকসভার সংসদীয় এলাকা বারণসী সম্পর্কে এমনই বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। এলাকায় কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কর্মপ্রক্রিয়া ঘিরে রীতিমতো স্বস্তি প্রকাশ পায় তাঁর কণ্ঠে।

নয়া স্লোগান কোভিডের দ্বিতীয় স্রোতে

'যেখানেই অসুস্থতা, সেখানেই চিকিৎসা' এদিন এমনই এক স্লোগান দিয়ে কোভিডের নয়া স্রোত মোকাবিলার অনুপ্রেরণা দেন নরেন্দ্র মোদী। এরই সঙ্গে বারাণসীতে যেভাবে মাইক্লো কন্টেইনমেন্ট জোন হয়েছে , তার ভূয়সী প্রশংসা করেন মোদী।

কোভিড জয়ে যোগভ্যাস

এজিন নিজের বক্তব্যে বিপক্ষকে টার্গেট করে নরেন্দ্র মোদী বলেন, তিনি যখন যোগভ্যাস শুরু করেছিলেন, তখন তাঁকে নিয়ে হাসাহাসি করা হত। যোগকে সাম্প্রদায়িকতার রঙে দেখা হয়েছিল। এর সঙ্গে মোদী বলেন,' কিন্তু এথন যোগই করোনা রুখতে সাহায্য করছে।' এদিন করোনার দ্বিতীয় স্রোতে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান মোদী।

More NARENDRA MODI News  

Read more about:
English summary
Jahan Bimar, wahin upchar, Modi Brings new slogan amid Covid second wave
Story first published: Friday, May 21, 2021, 13:09 [IST]