মুম্বই: ভারতের কোটি কোটি মানুষ রয়েছে সলমন খানের (Salman Khan) ভক্তের তালিকায়, যারা গোটা বছর ধরে অপেক্ষা করে থাকে ভাইজানের ছবির জন্য। আর এই ভক্তদের কথা ভেবে সম্প্রতি ১৩ মে ওটিটি মাধ্যমে প্রকাশ করা হয়েছে ভাইজানের ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ (Radhe: Your Most Wanted Bhai)। ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন দিশা পাটনানি, রনদীপ হুডা, জ্যাকি শ্রফের মতো অভিনেতারাও।
তবে এই সমস্ত দিজ্ঞজ অভিনেতাদের মধ্যে যার অভিনয় বেশ খানিকটা দর্শকদের নজর কেড়েছে, তিনি হলেন সাংঘাই শেলথ্রিম (Sangay Tsheltrim)। “রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই” ছবিতে তাঁর চরিত্রের নাম লোটা। চলচ্চিত্র জগতে প্রথম সিনেমাতে অভিনয় স্বপ্নের নায়কের সঙ্গে বলে খানিকটা আপ্লুত এই অভিনেতা। আর এই কারণে প্রাক্তন ভুটান সেনা ভাইজানের (Salman Khan) সঙ্গে একাধিক মুহুর্তের কথা তুলে ধরলেন এক জাতীয় সংবাদ মাধ্যেমে।
২০১৩ সালে আন্তর্জাতিকভাবে ফিটনেস প্রতিযোগিতায় ভুটানের হয়ে প্রতিনিধিত্ব করতে সাংঘাই শেলথ্রিম (Sangay Tsheltrim) সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেছিলেন। বডি বিল্ডারের পাশাপাশি তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং নিজের শহরে একটি জিমের মালিক। চলচ্চিত্র পরিচালক হায়দার খানের সঙ্গে একটি ডিজিটাল প্রোজেক্টের কাজে মুম্বাই এসেছিলেন ভুটানের এই বডি বিল্ডার, যেখানে তার সুযোগ হয় সালমান খানের সঙ্গে দেখা করার।
সেই ঘটনা মনে করে রাধের অভিনেতা বলেন, একদিন রাতে পরিচালক হায়দার সলমন খানের (Salman Khan) সঙ্গে দেখা করতে দাবাং সেটে যাওয়ার কথা জানায়। এর পাশাপাশি তিনি ওই সেটে যেতে আগ্রহী কিনা তাও জিজ্ঞেস করেন পরিচালক। সেই প্রথম দেখা পছন্দের অভিনেতার সঙ্গে সাংঘাইয়ের।
সাংঘাই শেলথ্রিম (Sangay Tsheltrim) জানিয়েছে, দাবাং সেটে চা এবং কফির অফার ফেরানোর পর সলমন খান (Salman Khan) নিজে তাকে প্রোটিন শেকের প্রস্তাব দিয়ে খানিকটা আরামদায়ক করেছিলেন। এমনকি সেটে তাদের মধ্যে আলোচনা হয় ফিটনেস এবং শরীরচর্চা নিয়ে। সানগেই বলেন, বেশ খানিকটা সময় ধরে ভাইজান তার সঙ্গে কথা বলেন। প্রথম আলাপে একজন অপরিচিত ব্যক্তিকে শ্রদ্ধা ও ভালবাসা দেওয়ার খুব খুশি হয়েছেন এই ভুটানের বডি বিল্ডার।
এর দুই মাস পর পরিচালক হায়দার খান সানগেই কে ফোন করে সলমনের (Salman Khan) একটি ছবির অফার দেয়, যার ফলস্বরূপ রাধে ছবিতে অভিনয়ের সূত্রপাত। ভুটানের প্রাক্তন আর্মি তথা বর্তমান রাধের এই অভিনেতা অভিনয় সম্পর্কে কিছু না জানায় সলমন খানের কাছে সাহায্যের আবেদন করে। আর সেই আবেদনে সাড়া দিয়ে ভাইজান তাকে দাবাং এর সেট এবং বিগবসের সেটেও নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.