মুম্বই: দু হাজার তিন সালে মুক্তি পেয়েছিল বি টাউনের অন্যতম কমেডি সিনেমা ‘হাঙ্গামা’ (Hungama)। পরিচালক প্রিয়দর্শনের (Priya Darshan)এই সিনেমা দর্শককে স্ক্রিনের জাদুতে লাফটার রাইডে মাতিয়ে রেখেছিল। আর এবার পরিচালক হাজির ‘হাঙ্গামা’র সিকুয়েল নিয়ে। তবে এই সিকুয়েল দর্শকদের মন কিছুটা হলেও ভেঙেছে।

প্রায় দু’দশক পরে অক্ষয় খান্না (Akshay Kumar), পরেশ রাওয়াল (Paresh Rawal) আফতাব শিবদাসানী (Aftaab Sibdeshani), রিমি সেন(Rimi Sen), রাজপাল যাদব(Rajpal Yadaav) এবং শক্তি কাপুর(Shakti Kapoor) অভিনীত ছবিটির সিকুয়েল নিয়ে ফিরে এসেছেন পরিচালক।

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ‘হাঙ্গামা ২’ (Hungama 2) সিনেমা হলগুলিতে মুক্তি পাবে না। বরং পরিচালক এবং প্রযোজকের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে। একটু মন খারাপ হলেও, আপনি ঠিকই পড়েছেন। যদিও প্রযোজক পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা চেয়ে ছিলেন এই ছবি যেন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু প্রকৃতির প্রকোপ, কোভিডের আতঙ্ক যেভাবে পৃথিবীকে গ্রাস করেছে সর্বোপরি ভারতবর্ষে করোনা আক্রান্ত রোগীর গ্রাফ যেভাবে বাড়ছে তাতে এই সময়ে প্রেক্ষাগৃহে ছবির মুক্তি না দেওয়াই উচিত বলেই সিদ্ধান্ত নিয়েছে ছবির নির্মাতারা।আপনি ঠিক পড়েছেন।

সূত্রের খবর, ছবিটির প্রিমিয়ার শো হতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে (Disney+Hotstar)। এবং এটি সম্পর্কে একটি সরকারী ঘোষণা শীঘ্রই করা হবে। সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এই ছবিতে অন্যান্য মূল চরিত্রের পাশাপাশি ক্যামিও চরিত্রে দেখা দিতে চলেছে অক্ষয় খান্না কে। পরেশ রাওয়াল, শিল্পা শেঠি, মিজান জাফরি ​​এবং প্রণীতা সুভাষ অভিনীত এই ছবির সরাসরি ‘ডিজনি + হটস্টারে’ প্রিমিয়ার করা হবে।

ছবির শুটিং ইতিমধ্যেই শেষ । তবে প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়া হলেও অনলাইন স্ট্রিমিং সংস্থার সঙ্গে একটি দারুন লাভজনক চুক্তিতেই ‘হাঙ্গামা টু’ এর রিলিজ করা হচ্ছে। বিষয়গুলি মৌখিকভাবে লক হয়ে গেছে। প্রযোজক রতন জৈন, চেতন জৈন এবং গণেশ জৈন আর্থিক চুক্তির জন্য করবেন খুব শীঘ্রই। শুধু তাই নয় হটস্টারে মুক্তি পাবে হরর কমেডি ‘ভূত পুলিশ’। সইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ এবং ইয়ামি গৌতমের অভিনীত এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা মুক্তি পাবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.