লিসবন: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখার লড়াইয়ে দলে এক ঝাঁক প্রতিশ্রুতিময় ফুটবলারকে রাখল পর্তুগাল (Portugal)৷ যথারীতি নেতা হিসেবে দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)৷ কোচ ফার্নান্ডো স্যান্টোস (Fernando Santos) ২৬ সদস্যের দল বেছে নিয়েছেন৷ রোনাল্ডোর নেতৃত্বে দলে রয়েছেন অভিজ্ঞ ব্রুনো ফার্নান্ডেস (Bruno Fernandes), বার্নান্ডো সিলভা (Bernardo Silva), দিওগো জোতা এবং জোয়াও ফেলিক্স৷ এছাড়াও দলে রয়েছেন স্পোর্টিং লিসবনের ২২ বছরের তরুণ পেড্রো গঞ্জালভেস৷
এই নিয়ে টানা পাঁচ ইউরো কাপে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন রোনাল্ডো। আর মাত্র ছ’টা গোল করলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের কীর্তি অর্জন করবেন ৩৬ বছরের এই পর্তুগিজ সুপারস্টার৷ এই ইউরো কাপেই রেকর্ডের স্পর্শ করার সুবর্ণ সুযোগ সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের সামনে৷ পর্তুগাল আছে গ্রুপ ‘এফ’-এ। পর্তুগালের সঙ্গে এই গ্রুপে রয়েছে ফ্রান্স, জার্মানি আর হাঙ্গেরি৷ তবে এর আগে জুনের ৪ তারিখে স্পেন এবং ৯ তারিখ ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন রোনাল্ডোরা।
আগামী মাসে ১১ তারিখ থেকে শুরু হচ্ছে ইউরো কাপ। দল নিয়ে আশাবাদী পর্তুগাল কোচ৷ তিনি বলেন, ‘দলের খেলোয়াড়দের ওপর আমার অনেক ভরসা আছে। আমি নিশ্চিত খেতাব ধরে রাখার অন্যতম দাবিদার আমার ছেলেরা৷ মোটামুটি প্রত্যাশিত সবাই ডাক পেয়েছেন সান্টোসের দলে। আক্রমণভাগে লিভারপুলের দিওগো জোতা, ম্যাঞ্চেস্টার সিটির বার্নান্ডো সিলভা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্ডেস এবং অ্যাটলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্স।
তবে ডাক না-পাওয়ার তালিকাটাও বেশ বড়। আর্সেনালের রাইট-ব্যাক সেড্রিক সোয়ারেস, স্পোটিং লিসবন এবং নাপোলির দুই অভিজ্ঞ ডিফেন্ডার লুইস নেতো ও মারিও রুই দলে জায়গা পাননি৷ দলে জায়গা হয়নি বার্সেলোনার ডিফেন্ডার আন্দ্রে গোমেস, উলভার হ্যাম্পটনের প্রতিশ্রুতিময় ফরোয়ার্ড পেড্রো নেতো৷ এমনকি যার পা-থেকে গতবার ইউরো জিতেছিল পর্তুগাল সেই এদেরকেও দলে রাখা হয়নি৷
গোলকিপার: রুই পাত্রিসিও(উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), অ্যান্থনি লোপেস( লিয়ঁ), রুই সিলভা(গ্রানাদা)
ডিফেন্ডার: রুবেন দিয়াস (ম্যাঞ্চেস্টার সিটি), পেপে (এফসি পোর্তো), হোসে ফন্তে (লিলে), জোয়াও ক্যানসেলো (ম্যাঞ্চেস্টার সিটি), রাফায়েল গেরেইরো (বরুসিয়া ডর্টমুন্ড), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), নুনো মেন্ডেস (স্পোটিং লিসবন)
মিড-ফিল্ডার: রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), জোয়াও মুতিনিও (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), দানিলো পেরেইরা (পিএসজি), রেনাতো সানচেস (লিলে), সের্হিও অলিভিয়েরা (এফসি পোর্তো), উইলিয়াম কারভালহো (রিয়াল বেতিস), জোয়াও পালহিনিয়া (স্পোটিং লিসবন)
উইঙ্গার: দিওগো জোতা (লিভারপুল),, ব্রুনো ফার্নান্দেস (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), বার্নান্ডো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি), জোয়াও ফেলিক্স (অ্যাটলেটিকো মাদ্রিদ), গনকালো গেদেস (ভ্যালেন্সিয়া), পেদ্রো গনকালভেস (স্পোটিং লিসবন), রাফা সিলভা (বেনফিকা)
স্ট্রাইকার: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (জুভেন্তাস), আন্দ্রে সিলভা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.