উত্তরবঙ্গের আবহাওয়া
ভ্যাপসা গরমে নাজেহাল বাংলায় এবার স্বস্তির বৃষ্টি নামতে পারে পূর্বাভাস রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিকে , সপ্তাহান্ত পার হলেই দক্ষিবঙ্গে নয়া সাইক্লোন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এরইমাঝে রাজ্য এক গুচ্ছ সতর্কতা অবলম্বন করেছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে , দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুদলি, পুরুলিয়ায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি নামবে। ফলে ভ্যাপসা গরম থেকে খানিকটা মুর্তি মিলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ষার ঘণ্টা বেজেছে আন্দামানে!
ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে আন্দামানে কড়া নাড়তে শুরু করে দিয়েছে বর্ষা। সেখানে বর্ষার আগে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রাক বর্ষণে যখন আন্দামান ভিজছে, তখন কেরলও নেই পিছিয়ে। সেখানেও বর্ষণ শুরু হয়েছে প্রাক বর্ষায়।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অবস্থান
এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর আন্দামান সাগরে এবং তার সংযুক্ত বঙ্গোপসাগরে ২১ জুন থেকে প্রবাহিত হতে থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিল্লি-এনসিআর সহ হরিয়ানাতে প্রবল বর্ষণ হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার আগামী দুই সপ্তাহ ধরে ২৭ মে থেকে ২ জুন পর্যন্ত কেরলের ওপর দিয়ে প্রবাহিত হবে বলে খবর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
কলকাতা ৩৬.২
আসানসোল ৩৬.৬
বালুরঘাট ৩২.৪
বাঁকুড়া ৩৭.২
বহরমপুর ৩৭.৪
বর্ধমান ৩৮.৪
দার্জিলিং ২০.৩
দীঘা ৩৫.৯
হলদিয়া ৩৫.২
কলিম্পং ২৪.০
কৃষ্ণনগর ৩৭.৬
ব্যারাকপুর ৩৬.৩
শ্রীনিকেতন৩৭.২