এরও ফের একবার আকাশের বুকে দুর্ঘটনার শিকার ভারতীয় সেনার মিগ-২১। এদিন ভোর রাতে পাঞ্জাবের মোগায় ভোর রাতে এই বিমান ভেঙে পড়ে। ঘটনায় মুহূর্তে মৃত্যু সংবাদ আসে । দুর্ঘটনার জেরে প্রাণ হারাণ স্কোয়াড্রেন লিডার অভিনব চৌধুরী।
বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাল্টা যেদিন ভারতের আকাশ সীমায় পাকিস্তানি সেনা ঢোকার চেষ্টা করেছিল, সেদিন তাদের ধাওয়া করে অসম সাহসিকতার সঙ্গে ভারতের বীর যোদ্ধা অভিনন্দন বর্তমান মিগ বাইসন নিয়ে এগিয়ে যান মাঝ আকাশে। এদিনও খবরে ভারতীয় সেনার সেই বাইসন এয়ারফ্রাফ্ট । জানা গিয়েছেস পাঞ্জাবের খুর্দ গ্রামে রাত ১ টা নাগাদ এই এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে।
দুর্ঘটনায় প্রয়াত স্কোয়াড্রেন লিডারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বায়ুসেনার তরফে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এই বছরে এটি তৃতীয় মিগ বিমান যা দুর্ঘটনার শিকার হল। এর আগে ২০২১ সালের মার্চ মাসে আইএএফের গ্রুপ ক্যাপ্টেন এক মিগ ২১ বিমানের দুর্ঘটনায় নিহত হন। সেই সময় মধ্য ভারতের একটি অংশে এই ঘটনা ঘটে যায়। সেই সময় তাঁর মৃত্যুর কারণ ঘিরে একটি তদন্ত কমিটি বসে। এরও আগে ২০২১ সালের জানুয়ারি মাসে রাজস্থানের সুরতগড়ে একটি মিগ ২১ বিমান ভেঙে পড়ে।