মমতার জন্যই ছাড়লাম ভবানীপুর, বিধানসভায় পৌঁছেই জানালেন শোভনদেব

সদ্য নির্বাচিত হয়েই পদত্যাগ কেন? প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষপর্যন্ত জল্পনার অবসান ঘটালেন শোভনদেব নিজেই। বিধানসভা পদত্যাগ পত্র জমা দিতে এসে তৃণমূল কংগ্রেস নেতা জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি ভবানীপুর কেন্দ্রটি ছাড়ছেন। তিনি চান দলনেত্রী তাঁর নিজের কেন্দ্র থেকে ফের জয়ী হয়ে আসুন।

বিধায়ক পদ ছাড়ছেন শোভনদেব, ফের কি ভবানীপুরেই প্রার্থী হচ্ছেন মমতা? বাড়ছে জল্পনাবিধায়ক পদ ছাড়ছেন শোভনদেব, ফের কি ভবানীপুরেই প্রার্থী হচ্ছেন মমতা? বাড়ছে জল্পনা

বিধায়ক পদে ইস্তফা

সদ্য ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এক মাসের মধ্যেই সেই পদ থেকে ইস্তফা দিলেন। আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা পত্র জমা দিয়ে এসেছেন তিনি। ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছিলেন প্রবীণ এই তৃণমূল কংগ্রেস নেতা।

মমতার জন্যই ছাড়লেন পদ

বিধানসভায় পা রেখেই শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি মমতার জন্যই তাঁর কেন্দ্র ছেড়েছেন। তিনি চান ভবানীপুর কেন্দ্র থেকেই ফের নির্বাচিত হয়ে আসুন দলেনেত্রী। কারণ বরাবর এই কেন্দ্র থেকে জয়ী হয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে এবার ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা। ফের তাই ভবানীপুর কেন্দ্রেই মমতাকে জয়ী হিসেবে নির্বাচিত হয়ে আসতে চান মমতা।

ভবানীপুরেই প্রার্থী হবেন মমতা

ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হবেন মমতা। তৃণমূল কংগ্রেস সূ্ত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তার কোনও ঘোষণা করা হয়নি। ভবানীপুরেই প্রার্থী হবেন মমতা। কারণ নন্দীগ্রামে হেরেছেন তিনি। মুখ্যমন্ত্রী পদে থাকতে গেলে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে তাঁকে।

কোথায় দাঁড়াচ্ছেন শোভন

ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর খড়দা কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী করোনা সংক্রমণে মারা যান। যার জেরে অমীমাংসিত রয়ে গিয়েছে কেন্দ্রটি। সেই কেন্দ্রে তৃণমূলের হয়ে এবার প্রার্থী হতে চলেছে শোভনদেব চট্টোপাধ্যায়।

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Shovondev Chatterjee says he want Mamata Banerjee to contest Bhavanipur as TMC candidate