স্টাফ রিপোর্টার, কলকাতা: সাবধান! হ্যাক হতে পারে আপনার হোয়াটস অ্যাপ’! শুক্রবার ফেসবুকে পোস্ট দিয়ে গ্রাহকদের সতর্ক করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হোয়াটস অ্যাপে কোড দিয়ে ভেরিফিকেশনের জন্য লিঙ্ক পাঠাচ্ছে হ্যাকাররা। আর সেই লিঙ্কেই লুকিয়ে বিপদ! কলকাতা পুলিসে পরামর্শ, হোয়াটস অ্যাপে এই ধরনের কোনও ম্যাসেজ বা লিঙ্ক যদি আসে, তা কোনওভাবেই ফরোয়ার্ড করবেন না।
জানা গিয়েছে, হোয়াটস অ্যাপে প্রতারণার ফাঁদ বা হ্যাকিং সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে লালবাজারে। প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে একটি চক্রের হদিশ মিলেছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গ্রাহকদের সতর্ক করা হল।
আরও পড়ুন: করোনা-যোদ্ধা হিসেবে এবার ভ্যাকসিন পাবেন ব্যাংক-কর্মীরাও
প্রসঙ্গত, অবসর সময়ে সোশ্যাল মিডিয়াতে চোখ বোলানো এখন শ্রেষ্ঠ অবসর যাপন। সোশ্যাল মিডিয়াতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ শেষ কিছু বছরে বৃদ্ধি পেয়েছে। নিজের মনের ভাব প্রকাশ করা, ব্যাক্তিগত বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরা, বিভিন্ন গ্রুপে থেকে সেখান থেকে তথ্য সংগ্রহ করা, খবর দেখা, খবর পড়া সবই এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। সম্প্রতি ফেক ভিডিও ছড়িয়ে পড়া রোধে পদক্ষেপ করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি আপলোড করা হয়, যেখানে নাগরিক সমাজের কাছে ফেক নিউজের কোনো খবর থাকলে তা তৎক্ষণাৎ কলকাতা পুলিশকে জানানোর আবেদন করা হয়েছে। ফেক নিউজের খবর জানানোর জন্য cyberps@kolkatapolice.gov.in এই ইমেল আইডি ও ০৩৩২২১৪৩০০০, ৯৮৩৬৫১৩০০০ এই দুটো ফোন নাম্বার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: করোনাকালে অনাথ শিশু, বয়স্ক ও মহিলাদের পাশে কেন্দ্র, জারি নির্দেশিকা
এছাড়া, অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি রুখতেও পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। সাধারণ মানুষ সরাসরি যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। হেল্পলাইন নম্বরটি হল ৯৮৭৪৯০৯৬৪০। দেওয়া হয়েছে একটি মেইল আইডিও। jointcpcrime@kolkatapolice.job.in। কালোবাজারি ঠেকাতে এই নম্বরে ফোন করে বা মেইল করার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.