• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অক্সফোর্ডের ভ্যাকসিনেই তৈরি হবে বড়সড় প্রতিরোধ ক্ষমতা, ঘায়েল হবে মারণ করোনা! বলছে ব্রিটেন

  • |

ভারতের পাশাপাশি গোটা দেশেই বর্তমানে মাথাচাড়া দিয়েছে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ। এদিকে করোনাকে বাগে আনতে ভারতে বর্তমানে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডকে হাতিয়ার করেছে কেন্দ্র। এদিকে ভারকে অক্সফোর্ডের এই ভ্যাকসিন তৈরি করছে সিরাম ইন্সস্টিটিউট। এদিকে এবার অক্সফোর্ডের করোনা টিকার কার্যকারিতা নিয়ে বড় তথ্য সামনে আনল ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ।

কী বলছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ ?

কী বলছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ ?

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মহামারির প্রথম পর্বে যে সমস্ত দেশে মৃত্যুহার সর্বাধিক ছিল তাদের মধ্যে শীর্ষ তালিকায় ছিল ইংল্যান্ড। কিন্তু ভ্যাকসিন আবিষ্কারের পর দ্রুত টিকাকরণেও রীতিমতো সাফল্য পায় এই দেশ। এই ক্ষেত্রে অবস্যই তাদের প্রধান হাতিয়ার ছিল অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন। যা বর্তমানে মানবদেহে ৮৫ থেকে ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ।

মানদবেদে কতটা কার্যকরী অক্সফোর্ডের টিকা ?

মানদবেদে কতটা কার্যকরী অক্সফোর্ডের টিকা ?

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের মধ্যে প্রথম করোনা টিকা হিসাবে রাশিয়ার স্পুটনিক-ভি উঠে এলেও শুরু থেকেই এর কার্যকারিত প্রশ্নের মুখে। যদিও বর্তমানে ধোঁয়াশা অনেকটাই কেটেছে। অন্যদিকে মার্কিন সংস্থা ফাইজার ও মর্ডানার করোনা ভ্যাকসিন মানবদেহে ৯০ থেকে ৯৫ শতাংশ কার্যকারি। তবে অক্সফোর্ডের শুরুতে দাবি ছিল তাদের ভ্যাকসিন ৭০ শতাংশ পর্যন্ত মানবদেহে কার্যকরী। যদিও ডোজের তারমধ্যে তা ৯০ শতংশ পর্যন্ত বাড়তে পারে।

আশার আলো দেখছেন অনেকেই

আশার আলো দেখছেন অনেকেই


এমতাবস্থায় ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের তথ্যে নতুন করে আশার আলো দেখছেন অনেকেই। দীর্ঘ গবেষণার পর বর্তমানে দেখা গিয়েছে যে সমস্ত ব্যক্তি অক্সফোর্ডের টিকা নিয়েছেন তারা সাধারণ মানুষের তুলনায় করোনার হাত থেকে ৮৯ শতাংশ পর্যন্ত সুরক্ষিত। এমনকী এই কথা নিশ্চিত করেছেন ব্রিটেনের টিকা মন্ত্রী নাধিম জাহাওহী।

 নয়া স্ট্রেনের হাত থেকে বাঁচতেই ডোজের ব্যবধান বৃদ্ধি

নয়া স্ট্রেনের হাত থেকে বাঁচতেই ডোজের ব্যবধান বৃদ্ধি

এমনকী করোনার নয়া স্ট্রেন B.1.617.2-র বিরুদ্ধে বড়সড় প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এই টিকা। এদিকে গত সপ্তাহেই ব্রিটেনে ৫০ উর্ব্ধদের এই টিকার দুটি ডোজের ব্যবধান কমিয়েছে ব্রিটিশ সরকার। বর্তমানে তা ৮ সপ্তাহ করা হয়েছে। এদিকে ভারতে এর আগে কোভিশিল্ডের দুটি টিকার ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহ করা হলেও বর্তমানে ফের তা বাড়িয়ে ৮ থেকে ১২ সপ্তাহ করেছে কেন্দ্র।

বেলাগাম জ্বালানি তেলের দাম, সেঞ্চুরির দিকে ছুটছে পেট্রোল-ডিজেলের মূল্য, কলকাতায় কত জেনে নিনবেলাগাম জ্বালানি তেলের দাম, সেঞ্চুরির দিকে ছুটছে পেট্রোল-ডিজেলের মূল্য, কলকাতায় কত জেনে নিন

English summary
Britain says Oxford vaccine is up to 90 percent effective
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X