লার্জার বেঞ্চে গেল নারদ মামলার শুনানি, প্রভাবশালী তত্ব খাটাচ্ছে সিবিআই
আজ ফের নারদ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। গতকাল মদন মিত্রের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে। সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি হওয়ার কথা। চার হেভিওয়েট নেতার জামিন নির্ভর করছে এই শুনানির উপর। নারদ কান্ডে চার তৃণমূল কংগ্রেস বিধায়করে গ্রেফতারিকে প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

নারদকাণ্ডে গ্রেফতারি
গত সোমবার নারদ স্টিং পারেশন মামলায় গ্রেফতার করা হয় শাসক দলের চার হেভিওয়েট বিধায়ককে। তারমধ্যে দুই মন্ত্রীও রয়েছেন। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। নিম্ন আদালত প্রথমে তাঁদের জামিন মঞ্জুর করলেই সিবিআই কলকাতা হাইকোর্টে জামিনের বিরোধিতা করে। তাতে খারিজ হয়ে যায় চার নেতার জামিন। আপাতত জেল হেফাজতেই রয়েছেন চার নেতা।

হাসপাতালে মদন, সুব্রত
গত সোমবার থেকে সিবিআইয়ের জেল হেফাজতে রয়েছেন চার নেতা। তারমধ্যে তিন নেতা এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। মদন িমত্রকে অক্সিজেন দিতে হচ্ছে, সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থাও খুব একটা ভাল নেই। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের রক্তচাপও ওঠা নামা করছে। তবে স্থিতিশীল রয়েছেন তিিন। ফিরহাদ হাকিম কিন্তু প্রেসিডেন্সি জেলেই রয়েছে। জ্বর কমেছে। সকালে তিনি মর্নিং ওয়াকও করেছেন তিনি।

প্রতিহিংসার রাজনীতি
গতকালই চার নেতার গ্রফতারি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন চার নেতাকে গ্রেফতার করে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। গতকাল বিকেলে ফিরহাদ হাকিমের মেজমেয়ের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছেন তিনি। তাঁকে আস্বস্ত করেছেন। পরে রাতে সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রীকে ফোন করে তাঁকে আস্বস্ত করেছেন তিনি।

নারদ মামলার শুনানি
আজ ফের নারদ মামলার শুনানি রয়েছে। সকাল ১১টা নাগাদ কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হওয়ার কথা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার শুনানি হবে আজ। একই সঙ্গে সিবিআই মামলা স্থানান্তরের আর্জি জানিয়েছে তারও শুনানি হওয়ার কথা।