এবার বাড়িতে বসেই করে ফেলুন করোনা পরীক্ষা! নয়া কিটে ছাড়পত্র আইসিএমআরের

করোনা পরীক্ষা করাতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা অনেকের। রিপোর্ট আসতেও সময় লেগে যাচ্ছে ৮ থেকে ১০ দিন। এর ফলে চিকিৎসারও দেরি হয়ে যাচ্ছে।

এবার করোনা পরীক্ষাতে বিপ্লব আনতে চলেছে এক বিশেষ টেস্ট কিট।

যার মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসেই কোভিড টেস্ট করা সম্ভব।

আজ বুধবার সেই টেস্ট কিটকে অনুমোদন দিল আইসিএমআর।

আইসিএমআর সূত্রে জানানো হয়েছে, এই কিটের নাম হল 'কোভিশেল্ফ'। এর মাধ্যমেই ঘরে বসেই এই টেস্ট করা যাবে। কোনও প্রেসক্রিপশন ছাড়াই এই কিট ব্যবহার করা যাবে। অর্থাৎ আক্রান্ত হয়েছেন কিনা সন্দেহ হলেই কিনে এনে বাড়িতেই করা যাবে এই টেস্ট।

নিজেই নিজের নাক থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা যাবে। গাইডলাইনে বলা হয়েছে ১৮ বছর কিংবা বেশি বয়সিরা নিজেরাই নমুনা সংগ্রহ করবেন। এবগ দুই থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্করা নমুনা সংগ্রহে সাহায্য করবেন।

তবে কোনও উপসর্গ না থাকলে কিংবা কোনও কোভিড পজিটিভ ব্যক্তির কাছাকাছি না এলে এই পরীক্ষা করার প্রয়োজন নেই বলেই জানাচ্ছে আইসিএমআর।

সংস্থা জানাচ্ছে, ঘরে বসে এই টেস্ট করার জন্য সবার প্রথম 'কোভিশেল্ফ' (CoviSelf) নামক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল প্লে স্টোর থেকে। এরপর সেখানে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।

এই কাজ শেষ হলে র‍্যাপিড অ্যান্টিজেন কিটের টেস্টিং স্ট্রিপের মাধ্যমে নিজের নাকের লালারসের নমুনা সংগ্রহ করতে হবে। নমুনা সংগ্রহের কাজ হয়ে গেলে ওই অ্যাপের মাধ্যমে সেই টেস্টিং কিটের একটি ছবি তুলতে হবে। যা সরাসরি পৌঁছে যাবে আইসিএমআর-এর সার্ভারে।

এরপর সেই অ্যাপই জানিয়ে দেবে কেউ পজিটিভ নাকি নেগেটিভ। পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশন এই কিটটি তৈরি করেছে। চিকিৎসকরা বলছেন, যেভাবে ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছেন তাতে আগামীদিনে পথ দেখাবে এই কিট।

শুধু তাই নয়, দেশের বিপুল জনসংখ্যার অনুপাতে যা টেস্ট হচ্ছে তা একেবারেই নগণ্য। সেখানে দাঁড়িয়ে এই কিট বিপ্লব আনবে বলেই মনে করছেন চিকিৎসকরা। এতে খরচও অনেক কমবে বলে আশা।

More CORONAVIRUS AWARENESS News  

Read more about:
English summary
icmr gives nod to antigen based testing kit for faster diagnosis
Story first published: Thursday, May 20, 2021, 0:37 [IST]