দোহা পৌঁছে শিবির শুরুর অপেক্ষায় সুনীল ছেত্রীরা, জানুন ভারতের খেলা কবে কখন

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সম্ভাবনা নেই। তবে ২০২৩ সালে চিনে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের টিকিট ভারতীয় ফুটবল দল পাবে কিনা তা পরিষ্কার হয়ে যাবে আগামী মাসেই। এএফসি এশিয়ান কাপের দিকে পা বাড়ানোর লক্ষ্য নিয়েই দোহা পৌঁছে গেল ভারত।

কাতারে ভারত

দোহা পৌঁছানোর পর ভারতীয় দলের সকলের আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট এলেই শুরু হয়ে যাবে প্রস্তুতি শিবির। এআইএফএফের অনুরোধ মেনে ফুটবলারদের বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হবে না। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুশীলনের যে ব্যবস্থা কাতার ফুটবল ফেডারেশন করেছে, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এআইএফএফ।

কবে কখন ম্যাচ

দিল্লি থেকে রওনা দেওয়ার আগে সকলেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত রয়েছে গ্রুপ ই-তে। পাঁচটি ম্যাচ খেলে সংগ্রহে ৩ পয়েন্ট। দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে জুনের ৩ তারিখ এশীয় চ্যাম্পিয়ন তথা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কাতারের বিরুদ্ধে ভারতের ম্যাচ ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে। ভারতের নীচে রয়েছে একমাত্র বাংলাদেশ, ভারত-বাংলাদেশ ম্যাচ হবে ৭ জুন ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ১৫ জুন একই সময়ে ভারতীয় দল খেলবে তিনে থাকা আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতীয়দের লক্ষ্য পয়েন্ট তালিকার তৃতীয় স্থানটি দখল করা।

সুনীলের প্রত্যাবর্তন

করোনা পরিস্থিতিতে কলকাতায় ভারতীয় দলের শিবির আয়োজন সম্ভব হয়নি। সে কারণেই দোহাতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে শিবিরের বন্দোবস্ত করা হয়েছে। সুনীল ছেত্রী দলে ফেরায় নিঃসন্দেহে শক্তি বেড়েছে ভারতের। করোনার কারণে সুনীল ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ইন্টারন্যাশনার ফ্রেন্ডলিতে খেলতে পারেননি।

ভারতীয় দল

২৮ সদস্যের ভারতীয় দলে এটিকে মোহনবাগানের ৬ জন ফুটবলার রয়েছেন। গোলকিপার হিসেবে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং ও ধীরাজ সিং। ডিফেন্সে প্রীতম কোটাল, রাহুল ভেকে, নরেন্দ্র গেহলট, চিঙ্গলেসানা সিং, সন্দেশ ঝিঙ্গন, আদিল খান, আকাশ মিশ্র ও শুভাশিস বোস। মিডফিল্ডার হিসেবে রয়েছেন উদান্ত সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, রাউলিন বর্জেস, গ্ল্যান মার্টিন্স, অনিরুদ্ধ থাপা, প্রণয় হালদার, সুরেশ সিং, লালেঙমাউইয়া আপুইয়া, আব্দুল সাহাল, ইয়াসির মহম্মদ, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং ও আশিক কুরিয়ান। আক্রমণভাগে সুনীল ছেত্রীর সঙ্গে রয়েছেন মনবীর সিং ও ঈশান পণ্ডিতা।

More INDIAN FOOTBALL News  

Read more about:
English summary
Indian Football Team Awaiting COVID-19 Test Results After Arrival In Doha Ahead Of World Cup Qualifiers. Team India will Have A Preparatory Camp Inside A Bio-Bubble Before First Match On June 3.
Story first published: Thursday, May 20, 2021, 17:17 [IST]