করোনা নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিই ৫০ শতাংশ ভারতীয় পালন করছেন না!

ভারতে কোভিডের দ্বিতীয় স্রোত রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এমন অবস্থায় লাগামহীন বিপদে রাশ টানতে একাধিক নিয়ন্ত্রণ বিধি লাগু করেছে কেন্দ্রীয় সরকার। করোনার দ্বিতীয় স্রোতে ভয়াবহ ভ্যারিয়েন্টকে রুখতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিটি রয়েছে সেটিকেই কার্যত ৫০ শতাংশ ভারতীয় মানছেন না।

স্বাস্থ্যমন্ত্রকের ভয়াবহ রিপোর্ট কী বলছে?

প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রকের ভয়াবহ রিপোর্ট বলছে, দেশের ৫০ শতাংশ মানুষই কোভিজ পরিস্থিতিতেও মাস্ক পরছেন না। এমন অবস্থায়, ৬৪ শতাংশ মানুষ যাঁরা মাস্ক পরেন, তাঁরা মাস্ক পরে মুখে চাপা দিচ্ছেন না। এমনই তথ্য উঠে এসেছে সরকারের কাছে।

করোনা সংক্রান্ত কিছু তথ্য

করোনার জেরে দেশের ৮ টি রাজ্য়ে ১লাখের বেশি কোভিডের অ্যাক্টিভ কেস রয়েছে। ৯ টি রাজ্যে ৫০ হাজার থেকে ১ লাখ কেস রয়েছে কোভিডের জেরে। ১৯ টি রাজ্যে ৫০ হাজার অ্যাক্টিভ কেস রয়েছে। এমন অবস্থায় দেশের ৫০ শতাংশ মানুষ যদি করোনার মাঝেও মাস্ক না পরেন, তাহলে সমস্যা থেকে যাবে।

কেন্দ্রের বার্তা

কেন্দ্রের তরফে জানানো হচ্ছে, সাপ্তাহিক হিসাবে কোভিডের জেরে একটি নির্দিষ্ট উর্ধ্বগতি দেখা যাচ্ছে । ১২ সপ্তাহে টেস্ট বেড়েছে ২.৩ গুণ। গত ১০ সপ্তাহে যে হারে কোভিডের পজিটিভিটি রেট বেড়েছিল, তার থেকে এখন গত ২ সপ্তাহে অনেক কমে গিয়েছে পজিটিভিটি রেট।

ভারতের করোনা পরিসংখ্যান

এদিকে, শুক্রবার সকালে যে রিপোর্ট স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে, তাতে দেখা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫, ৭৭২,৪৪০ । নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৭৬, ১১০ জন। এদিন পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩১,২৯,৮৭৮। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩, ৬৯, ০৭৭ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৬. ৭৪ %-এ। মৃত্যুর হার খানিকটা বেড়ে হয়েছে ১.১১ %। যে সংখ্যাটা নিঃসন্দেহে একটি বড় ঘটনা। প্রসঙ্গত, কয়েকদিন আগে পর্যন্ত বিভিন্নস্তরের অভিযোগ ছিল যে , ঠিকমতো টেস্টিং ভারতে হচ্ছে না। তবে এবার সেই দুর্নাম ঘোচাতে রীতিমতো পরিসংখ্যান পেশ করল কেন্দ্র।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Fifty percent Indians do not wear Masks says Health ministry report