করোনাকে রুখে দেওয়ার আরও এক পন্থা জানান দিল কেন্দ্রীয় সরকারের গাইডলাইন

করোনা মোকাবিলায় দেশের মানুষকে সচেতন করতে একাধিক গাইডলাইন এযাবৎকাল প্রকাশ করেছে সরকার। কেন্দ্রের তরফে বারবার বহু নির্দেশিকায় এই করোনা থেকে রক্ষা পাওয়ার একাধিক তথ্য জানানো হয়েছে। এবার তারই সঙ্গে সংযুক্ত হল নয়া তথ্য।

সঠিকভাবে বায়ু চলাচল প্রয়োজন

করোনার ছড়িয়ে পড়া রোধে সঠিকভাবে বায়ু চলাচল রোধ করা প্রয়োজন। কেন্দ্রের প্রিন্সিপাল সায়ান্টিফিক অ্যাডভাইজার কে বিজায় রাঘবন জানিয়েছেন, করোনা থেকে মুক্তি পেতে মাস্ক, শারীরিক দূরত্ব ও সঠিক পন্থায় বায়ু চলাচল প্রয়োজন। এক নির্দেশিকায় এই তথ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি।

কী বলছে গাইডলাইন

'গন্ধ যেভাবে বায়ু চলাচলে দ্রবীভূত হয়, সেভাবেই করোনা ভাইরাসের ঘনীভবন কমতে পারে যদি বায়ুর বহির্মুখী প্রবাহ থাকে। ' গাইডলাইনে এমনই তথ্য জানানো হয়েছে। ফলে ঘরে , বা যে স্থলে কয়েকজন মানুষ করোনাকালে একসঙ্গে রয়েছেন, সেখানে বায়ু চলাচল খুব প্রয়োজন। এতে করোনার ছড়িয়ে পড়া কমে যায় বলে দাবি কেন্দ্রীয় গাইডলাইনের।

ফ্যানের অবস্থান গুরুত্বপূর্ণ!

গাইডলাইন বলছে ঘরে ফ্যান এমন জায়গায় যেন না থাকে, যেখানে দূষিত বায়ু কোনও একজন ব্যক্তির দিকেই যায়। সাধারণত স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রে এটি হয়ে থাকে। যা নিঃসন্দেহে ভয়াবহ দিক।

দরজা বন্ধ থাকলে কী কী করণীয়?

প্রসঙ্গত, দরজা , জানলা যদি একটি ঘরে বন্ধ থাকে, তাহলে এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখতে হবে। ঘরে বায়ু চলাচল বন্ধ হতে দিলে চলবে না। এতে ঘরের ভিতর ইন্ডোর ইনফেকশন ছড়াবে না। এছাড়াও দুটি মাস্ক পরা উচিত বলে আগেই জানিয়েছে একাধিক নির্দেশিকা। অন্যদিকে, শারীরিক দূরত্ব অত্যন্ত প্রয়োজন করোনাকে রুখতে। পাশপাশি ভ্যাকসিনেশন আবশ্যক এই অসম লড়াইয়ে দিতে হলে।

লকডাউনের নিয়ম পালনে কঠোর BidhanNagar Police | Oneindia Bengali

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Adequate ventilation can play a key role in stopping Corona transmission, new guidelines of govt
Story first published: Thursday, May 20, 2021, 12:25 [IST]