মুম্বইঃ সম্প্রতি জনপ্রিয় বলিউড তারকা সোনু সুদ(Sonu Sood) চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার কর্ণ শর্মাকে(Karn Sharma) প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷ করোনার এই কঠিন পরিস্থিতিতে সোনুর চ্যারিটি ফাউন্ডেশনের দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সিএসকে এই ক্রিকেটারের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
করোনার এই কঠিন সময়ে সোনু বহু দেশবাসীর ভরসা হয়ে উঠেছেন। রূপোলি পর্দার এই ভিলেন হয়ে উঠেছেন বাস্তবের হিরো। করোনার এই দ্বিতীয় ওয়েভে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য তিনি খুলেছেন সোনু সুদ ফাউন্ডেশন। আর মঙ্গলবার এই ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর জন্যই তিনি কর্ণের প্রশংসা করেছেন।
নিজের টুইটারে সোনু কর্ণের মূল্যবান সাহায্যের জন্য তাঁর প্রশংসা করে বলেন তিনি দেশের তরুণ সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছেন। সোনু লিখেছেন, ‘ধন্যবাদ ভাই সোনু সুদ ফাউন্ডেশনকে নিয়মিত সমর্থন করার জন্য। তুমি দেশের তরুণ সম্প্রদায়কে আরও একবার অনুপ্রাণিত করলে এবং তোমার মতো মানুষ সত্যিই এই বিশ্বকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে’।
সোনুর এই টুইটের পর চেন্নাইয়ের এই তারকা ক্রিকেটারও সোনুকে ধন্যবাদ জানান এই কঠিন সময়ে দেশবাসীর কাছে এক আদর্শ উদাহরণ হয়ে দাঁড়ানোর জন্য। কর্ণ সোনুর টুইটের প্রত্যুত্তরে লেখেন, ‘তুমি আমাদের দেশের এক সত্যিকারের হিরো। তুমি খুবই মহান কাজ করছ। হ্যাটস্ অফ তোমায়! এগিয়ে চলো ভাই’।
এর আগে সোনু করোনার এই কঠিন পরিস্থিতিতে বিভিন্ন ক্রিকেটারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংকে রেমডেসিভির ইঞ্জেকশনের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এছাড়াও প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না নিজের এক আত্মীয়ের জন্য অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাইলে সোনু এগিয়ে এসে তাঁকে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছিলেন।
রায়না এবং কর্ণ দুজনেই চতুর্দশ আইপিএলে(IPL) মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস দলের সদস্য। তবে বিভিন্ন দলের শিবিরে করোনা হানার পর সংশ্লিষ্ট টুর্নামেন্টটি আপাতত ভারতীয় বোর্ড স্থগিত ঘোষণা করে দিয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.