সিঙ্গাপুর: এবার সিঙ্গাপুর (Singapore) সরকারের রোষের মুখে ফেসবুক, টুইটার। সম্প্রতি সিঙ্গাপুরে করোনাভাইরাসের (Corona Virus) নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে বলে খবর চাউর হয়। ফেসবুক (Facebook), টুইটার (Twitter) -সহ নানা সোশ্যাল মিডিয়া ও ম্যাগাজিনে বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে। যা নিয়ে ঘোর অস্বস্তিতে সিঙ্গাপুর সরকার। তাদের দাবি, করোনাভাইরাসের নতুন কোনও ভ্যারিয়েন্টের সন্ধান সিঙ্গাপুরে (Singapore variant) মেলেনি। এব্যাপারে মিথ্যা সংবাদ পরিবেশ করা হয়েছে ফেসবুক, টুইটারে। অবিলম্বে সেই সমস্ত সংবাদ সংশোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে ফেসবুক ও টুইটারকে।
সিঙ্গাপুরে করোনাভাইরাসের নয়া একটি ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে, যা নাকি বাচ্চাদের (Child) পক্ষে মারাত্মক (Dangerous) । দিন কয়েক ধরেই ফেসবুক, টুইটার-সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে খবর বেরিয়েছে। বেশ কিছু ম্যাগাজিনেও এনিয়ে খবর ছাপা হয়েছে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুর সরকারের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘‘কোভিড -১৯ এর নতুন কোনও ‘সিঙ্গাপুর’ রূপ নেই। করোনার নতুন কোনও রূপের প্রমাণ সিঙ্গাপুরে মেলেনি যা কিনা বাচ্চাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সিঙ্গাপুরে গত কয়েক সপ্তাহে করোনার নতুন B.1.617.2 ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। যেটা ভারত থেকে এসেছে।’’
ফেসবুক ও টুইটারেও সিঙ্গাপুরের করোনাভাইরাসের নয়া ধরণ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে সরকার। ফেসবুক ও টুইটার-সহ সোশ্যাল মিডিয়া ও ম্যাগাজিনগুলিকে তাদের খবর সংশোধন করতে নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর সরকার। বিবৃতি জারি করে সিঙ্গাপুর সরকার জানিয়েছে, যাঁরা এই ধরনের খবর পরিবেশ করেছেন, তাদের বিষয়টি পুনরায় সংশোধন করে লেখা উচিত।
দিন কয়েক আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, সিঙ্গাপুরে করোনাভাইরাসের নয়া স্ট্রেনের হদিশ মিলেছে, যা কিনা বাচ্চাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বিষয়ট কানে আসতেই বেজায় চটেছে সিঙ্গাপুর সরকার। তড়িঘড়ি ভারত সরকারকে সতর্ক করে দেয় সিঙ্গাপুর। প্রমাণ ছাড়া এবিষয়ে কেজরিওয়ালের মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ হয়েছে সিঙ্গাপুর সরকার। শেষমেশ বিষয়টিতে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সিঙ্গাপুর সরকারকে জানান, কেজরিওয়ালের মন্তব্য একান্তই ব্যক্তিগত। ভারত সরকার কেজরিওয়ালের মন্তব্য সমর্থন করে না। বাত এমন কোনও পদক্ষেপ করবে না যাতে করে সিঙ্গাপুরের সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হয়।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.