কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়
বিসিসিআইয়ের এক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এক রিপোর্টে দাবি করা হয়েছে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে রবি শাস্ত্রীর অবর্তমানে টিম ইন্ডিয়ার বি টিমকে কোচিং করাবেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদের দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। অ্যাকাডেমির সাপোর্ট স্টাফদের নিয়েই তিনি সাময়িক সময়ের জন্য ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবেন বলে খবর।
কোচ দ্রাবিড়ের অভিজ্ঞতা
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান হিসেবে রাহুল দ্রাবিড় ঠিক যতটা সফল, ততটাই তিনি দক্ষ কোচ হিসেবে। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পৃথ্বী শ নেতৃত্বাধীন ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন প্রশিক্ষক দ্রাবিড়। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান হিসেবেও নিজের দায়িত্ব দুর্দান্তভাবে পালন করে চলেছেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।
অধিনায়কত্বের জোর লড়াই
টি২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার দ্বিতীয় সারির দল সীমিত ওভারের ফর্ম্যাটে ঠিক কতটা তৈরি, তা দেখার জন্য শ্রীলঙ্কা সফরের উদ্যোগ। ইংল্যান্ডে থাকায় সেই সময় দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলতে যেতে পারবেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অক্ষর প্যাটেলের মতো দেশের তারকা ক্রিকেটাররা। পরিবর্তে তরুণ ক্রিকেটাররা দেশের জার্সি গায়ে কতটা জ্বলে উঠতে পারেন, তা দেখতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। বিরাট ও রোহিতের অবর্তমানে দলকে নেতৃত্ব দেবেন কে, তা নিয়ে শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের মধ্যে জোর লড়াই শুরু হয়েছে।
ভারতের নিউজিল্যান্ড সফর
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। ১৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত সিরিজ চলার কথা। দুই দলের মধ্যে তিনটি টি২০ ও তিনটি ওয়ান ডে ম্যাচ হবে। টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই।