উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ৩-৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ২২ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা আরও ঘনীভূত হয়ে পরবর্তী ৭২ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ওই ঘূর্ণিঝড় ২৬ মে বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৮ (২৫.২)
বালুরঘাট ২৭.৬ ( ২৭.৪)
বাঁকুড়া ২৫.৯ (২৩.৬)
ব্যারাকপুর ২৮.১ ( ২৬.৪)
বহরমপুর ২৬ ( ২৫.২)
বর্ধমান ২৫.৪ (২৪.৬)
ক্যানিং ২৮.৪ (২৭)
কোচবিহার ২৫.৮ (২৫.৬)
দার্জিলিং ১৫.৭ (১৫)
দিঘা ২৮.৬ (২৮.৮)
কলকাতা ২৮.৯ (২৫.৬)
মালদহ ২৮.৭ (২৮.১)
পানাগড় ২৬.৬ (২৫.২)
পুরুলিয়া ২৪.৫ (২৪.৫)
শিলিগুড়ি ২৩.৯ ( ২৫.৪)
শ্রীনিকেতন ২৬.২ (২৩.৩)