করোনা ভাইরাসের আবহে দেশের অ্যাথলিট, তাঁদের কোচ এবং সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্র। দেশের জাতীয়, সম্ভাব্য জাতীয়, খেলো ইন্ডিয়া ও জুনিয়র জাতীয় ক্যাম্পের অ্যাথলিট ও তাঁদের সহযোগীদের জন্য বিমার কভার বাড়ানোর কথা ঘোষণা করল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই। টোকিও অলিম্পিক্সের আগে যা ভারতীয় অ্যাথলিটদের মানসিকভাবে চাঙা করবে বলে মনে করেন দেশের ক্রীড়া মহল।
বৃহস্পতিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হয়েছে। তাতে বলা হয়েছে যে দেশের মোট ১৩ হাজার জাতীয়, সম্ভাব্য জাতীয়, খেলো ইন্ডিয়া ও জুনিয়র জাতীয় ক্যাম্পের অ্যাথলিট, তাঁদের কোচ এবং সাপোর্ট স্টাফের বিমা বা ইন্সুরেন্স কভার বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। কেবল জাতীয় ক্যাম্পে আটকে না রেখে গোটা বছরের জন্য এই পরিষেবা পাবেন প্রত্যেকে।
দুর্ঘটনা বা আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে উল্লেখিত অ্যাথলিট, তাঁদের কোচ ও সাপোর্ট স্টাফ এবং তাঁদের পরিবারের সদস্যরা ২৫ লক্ষ টাকা বিমার সুবিধা পাবেন বলে সাইয়ের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্র কাঁপানো দেশের ৫৯৬ জন প্রাক্তন অ্যাথলিটকে মাসিক পেনশন দেওয়ার উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ক্রীড় মন্ত্রক।
টোকিও অলিম্পিক্সের আগে এমন পদক্ষেপ যে করা হবে, তা আঁচ পাওয়া গিয়েছিল আগেই। দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছিলেন, অ্যাথলিটরা দেশের গর্ব এবং সম্পত্তি। তাঁদের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা কেন্দ্রের কর্তব্য বলেও জানিয়েছিলেন রিজিজু। সেই প্রতিশ্রুতি পালিত হওয়ায় টোকিও অলিম্পিকের আগে বেশ চনমনে হয়ে গিয়েছেন অ্যাথলিটরা। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলা ইভেন্টে ভাল কিছু করতে তাঁরা বদ্ধপরিকর হয়ে রয়েছেন।