সাগরে ফুঁসেই উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, কিছু গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

আম্ফানের হাত ধরে করোনাকালে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রাত দেখেছে বাংলা। নিমেষে উপড়ে গিয়েছে গাছ, পড়েছে ইলেকট্রিকের পোল। তারপর বহুদিন জল নেই, বিদ্য়ুৎ নেই, বিপর্যস্ত বাংলা কার্যত ত্রাহি ত্রাহি রব তুলেছিল সেবার। এরপর করোনার দ্বিতীয় স্রোত থাকতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ২৫ মে বিকেল থেকেই যার দাপটের পূর্বাভাস বাংলা ও ওড়িশা পাবে বলে পূর্বাভাস রয়েছে। একনজরে দেখা যাক এই ঝড়কে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

আন্দামান সাগরে নিম্নচাপ

পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর লাগোয়া উত্তর আন্দামান সাগরে ২২ মে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্মচাপ এলিকা ধীরে ধীরে ঘনীভূত হবে। এরপরবর্তী ৭২ ঘণ্টায় এই নিম্মচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উপকূলের দিকে আছড়ে পড়বে।

আম্ফানের মতোই ভয়ঙ্কর

ঘূর্ণিঝড় আম্ফানের মতোই ভয়াবহ হতে চলেছে এই ঘূর্ণিঝড় ইয়াস। চবে গঠন প্রক্রিয়া এনেক বেশি দ্রুততার সঙ্গে তৈরি হবে বলে দাবি আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদরা বলছেন, যত কম সময় এই ঝড় সমুদ্রে থাকবে, তত কম জোরালো হবে এটি।

ল্যান্ডফল সংক্রান্ত তথ্য

সাইক্লোন ইয়াসের ল্যান্ডফল কোথায় হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ওড়িশা সমস্ত রকম পরিস্থিতির জন্য তৈরি বলে জানিয়েছে। তবে ২৬ মে যে দুই রাজ্যের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, তা বলাই বাহুল্য।

বাংলা, ওড়িশায় প্রস্তুতি

পশ্চিমবঙ্গে ইয়াস আছড়ে পড়ার আগে একাধিক প্রস্তুতি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মমতা সরকার সাফ জানিয়েছেন, ইয়াস আছড়ে পড়ার পরিস্থিতিতে সরকারী কর্মীদের ছুটি আপাতত বাতিল। মমতা জানান, আম্ফানের মতো করেই এবার ইয়াস মোকাবিলায়ও বাংলাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এদিকে, ওড়িশায় ১০ টি উপকূলীয় জেলায় নিচু এলাকা থেকে নিরাপদ দূরত্বে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

মমতার নির্দেশ

বুধবারই এক উচ্চ পর্যায়ের বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেনব, ত্রাণের জন্য আগামী তার্পোলিন, মেডিসিন, শুকনো খাবার, জল মজুত রাখতে হবে।

মৎসজীবীদের জন্য সতর্কতা ২৪ মে থেকে

সরকারি নির্দেশে জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে যেন মৎসজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যান। সেই দিন থেকেই বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে।

সাইক্লোন ও বর্ষা

প্রসঙ্গত বর্ষা আসার আগে, এপ্রিল ও মে মাস নাদাগ সাধারণত ঘূর্ণিঝড়ের ফরমেশন দেখা যায় সাগরে। এবারেও তাউকটে ও ইয়াসের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে।

More WEATHER News  

Read more about:
English summary
Weather report of IMD says Cyclone Yaas can be very severe, here are few points
Story first published: Thursday, May 20, 2021, 11:43 [IST]