করোনা নিয়ে বৈঠক
আজ ফের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মোদী রাজ্য গুলির করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবং রাজ্যগুলিকে গ্রামীণ এলাকার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন।
মোদীর সমালোচনায় মমতা
করোনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই বলে গিয়েছেন, কাউকে বলার সুযোগ দেননি। রাজ্যের পরিস্থিতিকে লঘু করে দেখছেন প্রধানমন্ত্রী। তিনি একাই ভাষণ দিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম করোনা নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতাকে নিশানা দিলীপের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোদ করেছেন, সব জায়গায় যে ভাষণ দেওয়া যায় না সেটা জানেন না মমতা। তিনি মনে করেন সবজায়গায় তিনি একাই বলবেন বাকিরা শুনবেন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রবিশঙ্কর প্রসাদও। তিনি বলেছেন, এর আগে কখনও তিনি করোনা নিয়ে বৈঠকে উপস্থিত হননি। আর একবার অংশ নিয়েই যা ইচ্ছে তাই বলতে শুরু করেছেন।
মোদীকে চিঠি মমতার
তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের টিকাকরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা। ২০ লক্ষ করোনা টিকার ডোজ দাবি করেছেন তিনি। করোনা নিয়ে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠেছে।