লন্ডন: নিউজিল্যান্ড সিরিজের পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অনিশ্চিত জোফ্রা আর্চার (Jofra Archer)৷ শুক্রবারই কনুইয়ে অস্ত্রোপচার (elbow surgery) হচ্ছে ইংল্যান্ডের এই ডানহাতি পেসারের৷ বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (England Cricket Board) তরফে এমনটাই জানানো হয়েছে৷

ডান হাতের আঙুলে অস্ত্রোপচারের পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের (County Championship) মধ্যে দিয়ে বাইশ গজে ফিরেছিলেন৷ কিন্তু সেই প্রত্যাবর্তন সুখের হয়নি আর্চারের। কামব্যাকেই ফের পুরনো কনুইয়ের ব্যথা মাথাচাড়া দিয়েছে৷ ফলে আরও একবার অস্ত্রোপচারের টেবলে ইংল্যান্ড পেসার। ফলে আগামী ২ জুন থেকে শুরু হতে চলা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন বার্বাডোজ-জাত ক্রিকেটার। এবার অগস্টে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজেও অনিশ্চিত ইংল্যান্ড অল-রাউন্ডার৷ আর্চার শেষবার টেস্ট খেলেছিল চলতি বছর ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধে৷

টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজের কথা মাথায় রেখে আর্চারের কনুইয়ে দ্রুত অস্ত্রোপচার করাতে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড৷ আর্চারের কনুইয়ের সমস্যা দীর্ঘদিনের বলে জানিয়েছেন বোলিং কোচ জন লুইস৷ দ্য গার্ডিয়ান-ককে তিনি জানান, ‘বর্তমানে কনুইয়ের সমস্যায় ভুগছে৷ বেশিরভাগ ফাস্ট বোলার গোড়ালির সমস্যায় ভোগে৷ কিন্তু আর্চারের ক্ষেত্রে বিষয়টি একটু অন্য৷’ অস্ত্রোপচারের ফলে অগস্টে শুরু হওয়া ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে আর্চারের খেলা নিয়ে সংশয় রয়েছে৷

ডান কনুইয়ের চোটে দীর্ঘদিন ধরেই ভুগছেন আর্চার। কনুইয়ের চোটের চিকিৎসার মাঝেই জানুয়ারিতে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে ডানহাতের আঙুলে কাঁচের টুকরো ঢুকে যায় তাঁর। কনুইয়ের চিকিৎসার কারণেই আঙুলের অস্ত্রোপচার পিছিয়ে গিয়েছিল। ফলে কনুইয়ের চোট সারিয়ে মার্চের শেষে আঙুলের অস্ত্রোপচার হয় আর্চারের। এই কারণে আইপিএল (IPL 2021) থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের এই অল-রাউন্ডার। প্রায় দেড় মাস বিশ্রামের পর গত বৃহস্পতিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের (Kent) বিরুদ্ধে সাসেক্সের (Sussex) হয়ে মাঠে নেমেছিলেন আর্চার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথম ইনিংসে জোড়া উইকেটও তুলে নিলেও সমস্যা শুরু হয় দ্বিতীয় ইনিংসে। কেন্টের দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ ওভার হাত ঘোরান আর্চার। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ দিন এক ওভারও বল করেননি ইংরেজ পেসার। তৃতীয়দিন আর্চার বল না-করার কারণ হিসেবে সাসেক্স কোচ জানিয়েছিলেন, ‘ওঁর কনুই নিয়ে কিছু সমস্যা হচ্ছে। বেন (অধিনায়ক) মনে করেছিল ও বল করতে পারবে কিন্তু ওঁর কনুইয়ে যন্ত্রণা অনুভূত হওয়ায় বল করতে পারেনি।’ শেষ পর্যন্ত আর্চারের কনুইয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেয় ইসিবি৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.