আন্দামানে কড়া নাড়ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আসতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এছাড়াও বুধবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্ত এদিন অবস্থান করছেন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে। এছাড়াও উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ২২ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহ্স্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। এছাড়া আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় এই সময়ের মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ৩-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আগামী ৩-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। কার্যত একই পূর্বাভাস দেওয়া হয়েছিল ২৪ ঘন্টা আগেও।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৬.৬ (৩৭.৬)
বালুরঘাট ৩২.৪
বাঁকুড়া ৩৭.২ (৩৬.১)
ব্যারাকপুর ৩৬.৩ (৩৬.৫)
বহরমপুর ৩৭.৪ (৩৭.২)
বর্ধমান ৩৮.৪ (৩৬)
ক্যানিং ৩৭.৬ (৩৭.৪)
কোচবিহার ৩১.২ (৩৪.৩)
দার্জিলিং ২০.৩ (২০.৯)
দিঘা ৩৫.৯ (৩৬)
কলকাতা ৩৬.২ ( ৩৭)
মালদহ ৩৬.৪ (৩৭ )
পানাগড় ৩৭.৩ (৩৭.১)
পুরুলিয়া ৩৭.৩ (৩৫.৭ )
শিলিগুড়ি ৩০.৩ (৩৩.৯)
শ্রীনিকেতন ৩৭.২ (৩৬.৫)