স্থগিতের ধাক্কায় পরপর দুই বছর হবে এশিয়া কাপ? আয়োজক থাকবে কোন কোন দেশ?

করোনা ভাইরাসের আবহে যে এ বছর এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়, তা বুধবারই জানিয়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ২০২১ সালে যে আর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়, তা প্রায় জলের মতোই পরিষ্কার। এহেন পরিস্থিতিতে নতুন এক ভাবনার আমদানি ঘটতে চলেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। দীর্ঘ চার বছরের জড়তা কাটাতে পরপর দুই বছর এশিয়া কাপ আয়োজনের চিন্তাভাবনা শুরু হয়েছে বলে খবর।

কার্যত স্থগিত এশিয়া কাপ

২০২০ সালে ৬ দেশের এশিয়া কাপের আসর বসার কথা ছিল শ্রীলঙ্কায়। করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল ওই টু্র্নামেন্ট। পরিবর্তে চলতি বছরই হওয়ার কথা ছিল হাই-প্রোফাইল ইভেন্ট। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। রোজ নতুন করে কোভিড ১৯ পজিটিভ হচ্ছেন বহু মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নামা না নেওয়ায় এ বছরের জন্য এশিয়া কাপ বাতিল করার পক্ষেই মত দিয়েছে আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

পরপর দুই বছর এশিয়া কাপ

২০১৮ সালে শেষ বার হয়েছিল এশিয়া কাপ। বাংলাদেশকে হারিয়ে সেবার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দুই বছর অন্তর টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি পাল্টে গিয়েছে। চার বছরের জড়তা কাটাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরপর দুই বছর টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর।

কোন কোন বছর, কোন কোন দেশ

চলতি বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। করোনা ভাইরাসের কারণে স্থগিত হতে চলা ওই টুর্নামেন্ট একই দেশের মাটিতে ২০২৩ সালে আয়োজন করা হতে পারে বলে খবর। তার আগে অর্থাৎ ২০২২ সালে পাকিস্তানে আরও একটি এশিয়া কাপের আসর বসানো হতে পারে বলে সে দেশের ক্রিকেট বোর্ডের তরফে আভাস দেওয়া হয়েছে।

৬ দলের টি২০ টুর্নামেন্ট

আগে ৫০ ওভারের ফর্ম্যাটে একে অপরের বিরুদ্ধে মোকাবিলায় নামত এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশগুলি। তবে বর্তমানে এশিয়া কাপের ফর্ম্যাট পরিবর্তন হয়েছে। নির্বাচিত ৬টি দল টি২০ ফর্ম্যাটে লড়াইয়ে অবতীর্ণ হয়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পাশাপাশি এবারের এশিয়া কাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ, আফগানিস্তান এবং মালেশিয়ারও।

More ASIA CUP News  

Read more about:
English summary
Pakistan and Sri Lanka will host Asia Cup in 2022 and 2023 respectively