ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ ক্রমেই দানবীয় হচ্ছে, এইমস থেকে জারি হল নয়া নির্দেশিকা

বাংলা সহ দেশ জুড়ে ব্ল্যাক ফাঙ্গাস ক্রমাগত প্রকোপ বাড়িয়ে চলেছে। গুজরাত থেকে রাজস্থানে এই রোগের প্রকোপ ক্রমাগত ভয়াবহতা প্রকাশ করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রাজ্যে ব্ল্যাকফাঙ্গাস নিয়ে নতুন গাইডলাইন তৈরি হয়েছে।

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে গাইডলাইন

এইমসের গাইডলাইন বলছে, এই রোগীর শিকার রোগীদের নাক থেকে রক্তের জমাট অংশ বের হতে দেখা যায়। নাক বন্ধ থাকা, চোখে যন্ত্রণা ও মাথার যন্ত্রণা দেখা যায়। চোখের চারপাশে ফোলাভাব থাকে। দুটি করে ভিশন আসে চোখে। চোখ লাল হয়, চোখ বন্ধ করতে সমস্যা হয়। এমন অবস্থায় মুখ অসাড় হতে শুরু করে। কোনও কিছু চিবোতে বা মুখ খুলতে সমস্যা হবে।

দাঁত পড়তে থাকা উপসর্গ!

এইমসের দেওয়া গাইডলাইন বলছে, করোনার জেরে দাঁত পড়তে থাকাও একটি উপসর্গ। মুখের ভিতর ফুলে ওঠা, প্যালেটে, বা দাঁত পড়ে যাওয়া ব্ল্যাক ফাঙ্গাসের একটি লক্ষণ।

উপসর্গ দেখলেই কী কী করণীয়?

এইমস জানাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গের মতো কোনও উপসর্গ শরীরে দেখলেই ইএনটি চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে এইমস। নিত্যদিন নিজের ব্লাডসুগার লেভেল মাপা উচিত। য এইমসের চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ দেখলে নিজে থেকে কোনও ওষুধ খাওয়া ঠিক হবে না। তবে কোনও গুরুতর রোগের ওষুধ যদি চলতে থাকে, তাহলে তা চলতে দেওয়া ভালো। চিকিৎসকের পরামর্শ নিয়ে সিটিস্ক্যান করানো যেতে পারে।

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আখ্যা কেন্দ্রের

করোনার পর এবার আরও এক মহামারী হাজির দেশে। ব্ল্যাক ফাঙ্গাস। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসকেও মহামারী আইনের আওতায় এনে কাজ করতে হবে। অর্থাৎ পরোক্ষে করোনার মতো এবার ব্ল্যাক ফাঙ্গাসও মহামারী হিসেবে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে লিখিত বিবৃতি দিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, রাজস্থান সরকারের তরফে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হয়।

More BLACK FUNGUS News  

Read more about:
English summary
Black Fungus, know what AIIMS Guidelines talks about this disease