মুম্বই: সবে করোনামুক্ত হয়েছেন তাই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ইস্যুতে ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই (BCCI)। সমস্ত প্রোটোকল মেনে ঋদ্ধি বাকি স্কোয়াডের সঙ্গে ইংল্যান্ড উড়ে যাবেন ঠিকই কিন্তু তাঁর ‘কভার’ হিসেবে শ্রীকর ভরতকে (Srikar Bharat) ইংল্যান্ড পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮-২২ জুন সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) এবং পরবর্তীতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দুটি ক্ষেত্রেই বঙ্গ উইকেটরক্ষকের ‘কভার’ হিসেবে ইংল্যান্ড উড়ে যাবেন দক্ষিণী ক্রিকেটার ভরত।

সংবাদসংস্থা এএনআই-কে (ANI) বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘ভরতকে সাহার কভার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাহা ভাইরাস থেকে সেরে উঠলেও এখনও সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছে। আর উইকেটকিপিং একটা বিশেষ দায়িত্ব। সাহা যদি সময়ের মধ্যে সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠে তাই ইংল্যান্ড সফরের জন্য আমাদের অতিরিক্ত একজন উইকেটরক্ষক প্রয়োজন। মাথায় রাখতে হবে সফরটা তিন মাস লম্বা।’ সবমিলিয়ে আগাম সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, আইপিএলের বায়ো-বাবলে (Bio-Bubble) থেকেও করোনা আক্রান্ত হয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ঋদ্ধিমান সাহা। গত রবিবারই করোনামুক্ত হয়ে সোমবার নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরেছেন বঙ্গ ক্রিকেটার। আগামী ২৫মে মুম্বইয়ে ইংল্যান্ড সফরগামী স্কোয়াডের ক্রিকেটারদের একত্রিত হওয়ার কথা। অতএব সময়ের বেশ খানিকটা আগেই মারণ ভাইরাসকে হারিয়ে সেরে উঠেছেন ঋদ্ধি। আগামী ২জুন গোটা দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে যেতে কোনও সমস্যা নেই তাঁর। তার আগে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট নিয়েই মুম্বইয়ে কঠোর কোয়ারেন্টাইনে প্রবেশ করতে হবে ভারতীয় ক্রিকেটারদের।

মুম্বইয়ে আটদিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে বিশেষ চার্টার্ড বিমানে যুক্তরাজ্যে উড়ে যাবেন কোহলিরা। সেখানে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের জন্য বরাদ্দ হবে ১০দিনের কোয়ারেন্টাইন। তবে সেদেশে গিয়ে বায়ো-বাবলে প্রবেশ করলেও কোয়ারেন্টাইন শিথিল হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। কারণ কোয়ারেন্টাইনে থেকেও সেদেশে অনুশীলনের অনুমতি পেয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি। ১৮-২২ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে অভিযান শুরু করবে ভারতীয় দল।

উল্লেখ্য, ৭৮টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩টি অর্ধশতরান এবং ৯টি শতরান সহযোগে ভরতের ঝুলিতে রয়েছে ৪,৮২৩ রান। এর আগেও ২০১৯ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঋদ্ধিমানের কভার হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন তিনি। ঋষভ পন্তের কনকাশন হওয়ায় ২০২০ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে কভার হিসেবে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছিলেন ভরত।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.