গত সপ্তাহে ভারতের বাজারে Redmi Watch এর সঙ্গে লঞ্চ করা হয়েছিল Redmi Note 10S স্মার্টফোনটি। আর এবার ১৮ মে প্রথম বারের জন্য সংস্থার স্মার্টফোনটি ভারতের বাজারে বিক্রি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। আসন্ন স্মার্টফোনটি Redmi Note 10 series মতো আকর্ষণীয় স্পেসিফিকেশন সহ গ্রাহকদের জন্য বেশ সাশ্রয়ী। সংস্থার স্মার্টফোনটি চালনা করার জন্য একটি octa-core MediaTek Helio G95 SoC এর সঙ্গে দুটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে মিলবে গ্রাহকদের। পাশাপাশি তিনটি রঙের বিকল্পে মিলবে বাজারে Redmi Note 10S।
ভারতের বাজারে Redmi Note 10S এর 6GB RAM + 64GB স্টোরেজের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা, যেখানে 6GB RAM + 128GB স্টোরেজের দাম রয়েছে ১৫,৯৯৯ টাকা। সংস্থার তরফে ডিপ সি ব্লু (Deep Sea Blue), ফ্রস্ট হোয়াইট (Frost White) এবং শ্যাডো ব্ল্যাক (Shadow Black) তিনটি রঙের সম্ভারে বাজারে প্রকাশ করা হয়েছে স্মার্টফোনটি। Redmi Note 10S গ্রাহকদের মিলবে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon), এমআই.কম (Mi.com), এমআই হোম স্টোর (Mi Home stores) এবং অন্যান্য খুচরা দোকানে।
এমআই.কম -এ (Mi.com) এসবিআই ক্রেডিট কার্ডের (SBI credit card) মাধ্যমে লেনদেন করলে ১০ শতাংশ তাত্ক্ষণিক ছাড় পাবে গ্রাহকরা। এই অফারটি ইএমআই লেনদেনের (EMI transactions) ক্ষেত্রেও প্রযোজ্য।
দুটি নেনো সিমের Redmi Note 10S স্মার্টফোনটি চালনা করার জন্য রাখা হয়েছে Android 11 এর সঙ্গে MIUI 12.5 ব্যবস্থা। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে ৬.৪৩ ইঞ্চি full-HD+ (1,080×2,400 pixels) AMOLED সঙ্গে 1,100 nits ব্রাইটনেস এবং সুরক্ষার জন্য Gorilla Glass 3। এর পাশাপাশি octa-core MediaTek Helio G95 SoC এর সঙ্গে যুক্ত থাকবে Mail-G76 MC4 GPU। স্টোরেজের জন্য মিলবে 6GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজের পরিষেবা।
ক্যামেরার জন্য Redmi Note 10S স্মার্টফোনে রাখা হয়েছে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের ব্যবস্থা। এই সেটআপের মধ্যে যুক্ত রয়েছে একটি 64-megapixel primary সেন্সারের সঙ্গে একটি f/1.79 লেন্স, একটি 8-megapixel সেন্সারের সঙ্গে একটি ultra-wide-angle f/2.2 লেন্স, একটি 2-megapixel macro shooter সঙ্গে একটি f/2.4 অ্যাপার্চার, এবং একটি 2-megapixel depth সেন্সারের সঙ্গে একটি f/2.4 লেন্স। সেলফি এবং ভালো ভিডিও কলের জন্য একটি 13-megapixel selfie shooter এর সঙ্গে একটি f/2.45 অ্যাপার্চার ব্যবস্থা রয়েছে সংস্থার Redmi Note 10S স্মার্টফোনে।
Tag-
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.