কলকাতা: নারদ মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আজই তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা হয় ফিরহাদের। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল থেকেই জ্বর এসেছিল ফিরহাদ হাকিমের। যা নিয়ে ঘোর দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। প্রেসিডেন্সি জেলেই রয়েছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। আজ সেখানেই তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল।

গতকাল থেকেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) । গতকাল থেকেই তাঁর জ্বর (Fever) আসে। জ্বর আসায় গতকাল থেকেই তাঁকে প্যারাসিটামল (Paracetamol) দেওয়া হচ্ছিল ফিরহাদ হাকিমকে। সঙ্গে তাঁর নিয়মিত ওষুধও তিনি খাচ্ছেন। তবে জ্বর থাকায় আজ ফিরহাদ হাকিমের করোনা পরীক্ষা করানো হয়। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয় তাঁর। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।

নারদ মামলায় (Narad Case) গ্রেফতার হয়েছেন ফিরহাদ হাকিম। একই মামলায় গ্রেফতার (Arrest) হয়েছেন রাজ্যের আর এক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। ফিরহাদ ছাড়া বাকি তিনজনেই ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে।

গ্রেফতারের পরেই জেলে অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাঁদের এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে অসুস্থ হন সুব্রত মুখোপাধ্যায়। তাঁকেও এসএসকেএমে এনে ভর্তি করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তিন নেতার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করা হয়েছে।

অসুস্থ হয়েছেন ফিরহাদ হাকিমও। তবে তিনি এখনই এসএসকেএম হাসপাতালে এসে ভর্তি হতে চাননি। জেল হাসপাতালেই চিকিৎসা করাচ্চেন তিনি। সেই মতো তাঁকে জেল হাসপাতালে ভর্তি রেখেই চিকিৎসা করা হচ্ছে ফিরহাদ হাকিমের। আজ করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট নেগেটিভ এসেছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.