দিলদরিয়া বিরাট কোহলির মাহাত্ম্য ফের প্রমাণ হল। এবার করোনা ভাইরাসে আক্রান্ত ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটারের মায়ের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দিলেন ৬.৭৭ লক্ষ টাকা। তা জানার পর বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কেএস শ্রাবন্তী নায়ডুর বৃদ্ধা মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার খরচ বাবদ ১৬ লক্ষ টাকা ঢেলে ফেলেছেন শ্রাবন্তী। আর টানা তাঁর পক্ষে সম্ভব নয়। তা জানার পরেই এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শিবপাল যাদবের বোন তথা বোর্ডের দক্ষিণ জোনের কনভেনর এম বিদ্যা যাদব। নিজের টুইটে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে ট্যাগ করেছিলেন বিদ্যা। তা দেখার পরেই দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটারের মায়ের চিকিৎসা ববাদ ৬.৭৭ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন রান মেশিন।
এর আগে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ২ কোটি টাকা অনুদান দিয়ে প্রশাসনের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। এরপর নিজেরাই কোভিড ১৯ ত্রাণ তহবিল তৈরি করেন বিরুষ্কা। সাত কোটি টাকা তোলার লক্ষ্য থাকলেও মানুষের স্বতঃস্ফূর্ত অনুদানে তা ১১ কোটি ছাড়িয়ে যায়। সেই টাকা অতিমারী পরিস্থিতিতে অক্সিজেন সহ অন্যান্য দরকারি পরিষেবা প্রদানে খরচ করা হয়েছে।
ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে কী উপায়? জানতে অপেক্ষা দুই দলের
আগামী ২ জুন ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে অধিনায়ক বিরাট কোহলির ভূমিকা প্রশংসীত হয়েছে বিশ্বের ক্রিকেট মহলে। ভারত অধিনায়কের বড় মনের প্রশংসায় দেশের বিভিন্ন মহল।