নয়া প্রজাতি নেই, হদিশ মিলেছে ভারতীয় প্রজাতির, কেজরিওয়ালের দাবি খারিজ সিঙ্গাপুরের

দেশে করোনার দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়েছে। সংক্রমণের শিখরে পৌঁছে গিয়েছে দেশ। তবে গত ক'দিনে দৈনিক সংক্রমণ খানিকটা কমেছে। কিন্তু, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। এরই মধ্যে তৃতীয় ওয়েভের আশঙ্কার কথা শোনা যাচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন যে সিঙ্গাপুরে করোনার নতুন প্রজাতি পাওয়া গিয়েছে। করোনার ওই প্রজাতির জেরে দেশে তৃতীয় ওয়েভ দেখা দিতে পারে। যদিও সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক এই দাবি খারিজ করে জানিয়েছেন যে, '‌এ ধরনের দাবির কোনও সত্যতা নেই।’‌

‌সিঙ্গাপুর খারিজ করল ভারতের দাবি

মঙ্গলবার সিঙ্গাপুরের সরকার জানিয়েছেন যে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এই দেশে করোনার নতুন প্রজাতির হদিশের খবর অসত্য এবং কোনও ‘‌সিঙ্গাপুর প্রজাতি'‌ নেই। দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর বিবৃতিতে জানিয়েছিলেন যে নতুন স্ট্রেইন খুবই বিপদজ্জনক এবং তা শিশুদের ওপর প্রভাব ফেলতে পারে।

সিঙ্গাপুরে ভারতীয় প্রজাতির হদিশ

যদিও সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, ‘‌রিপোর্টে যা দাবি করা হয়েছে সেটা সত্য নয়। এখানে কোনও সিঙ্গাপুর প্রজাতি নেই। সাম্প্রতিক সপ্তাহে বেশ কিছু কোভিড কেসে বি.‌১.‌৬১৭.‌২ প্রজাতি পাওয়া গিয়েছে, যা ভারতীয়। দেশে একাধিক ক্লাস্টারের সঙ্গে সেই বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টের যোগের প্রমাণ মিলেছে।'‌

অরবিন্দ কেজরিওয়ালের দাবি

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে অনুরোধ করেছে যে দ্রুত সিঙ্গাপুর থেকে আসা বিমান বাতিল করে দেওয়া হোক কারণ করোনার নতুন প্রজাতি শিশুদের ওপর প্রভাব ফেলতে পারে। তিনি এও জানিয়েছেন যে সিঙ্গাপুরের নতুন প্রজাতি ভাইরাসের ফলে তৃতীয় ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতে। মঙ্গলবার হিন্দিতে একটি টুইট বার্তায় কেজরিওয়াল বলেছিলেন, ‘সিঙ্গাপুরে করোনা ভাইরাসের যে নয়া প্রজাতি এসেছে, তা শিশুদের জন্য অত্যধিক বিপজ্জনক বলে অনুমান করা হচ্ছে। ভারতে তা তৃতীয় ওয়েভ হিসেবে আসতে পারে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি - অবিলম্বে সিঙ্গাপুরের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হোক এবং অগ্রাধিকারের ভিত্তিতে শিশুদের টিকাকরণ করা হোক।'

ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে উড়ান পরিষেবা বন্ধ

যদিও কেজরির টুইটের প্রত্যুত্তরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আপাতত ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে নিয়মিত উড়ান চলছে না। ‘বন্দে ভারত' মিশনের আওতায় ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য কয়েকটি উড়ান চলেছে।

More SINGAPORE News  

Read more about:
English summary
‌The new strain of coronavirus from Singapore has the potential for a third wave in India