সোনার দামের গতি ফের উর্ধ্বমুখী, সস্তা রুপো, ১৯ মে কলকাতায় দর একনজরে

মঙ্গলে সস্তা হওয়ার পর বুধের শুরু থেকেই চালিয়ে ব্যাটিং করে সোনা এদিন ফের দামী হয়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় গত চার মাসের তুলনায় বেশ উর্ধ্বমুখী হয়েছে। কোভিডের পরিস্থিতিতে এশিয়ার বহু দেশেই লকডাউনের মতো কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের সোনার দাম ও রুপোর দামের গতি একনজরে দেখা যাক।

সোনার দাম ১৯ মে

সোনার দাম ১৯ মে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে ৪৮,৩৮৮ টাকা হয়েছে। ১০ গ্রামে সোনার দাম এদিন ০.১৭ শতাংশ উর্ধ্বমুখী হয়ে যায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই। এদিন বেলা ১১:৪০ মিনিট নাগাদই দর বাড়তে থাকে। স্পট গোল্ড এদিন ১,৮৬৬.৫৪ মার্কিন ডলার হয়েছে প্রতি আউন্সের হিসাবে।

রুপোর দাম

রুপোর দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের নিরিখে জুলাইয়ের ফিউচারে ০.২৭ শতাংশ সস্তা এদিন। অদিন বেলা ১২ টার কিছু আগে রুপোর দাম দাঁড়িয়েছে ১ কেজিতে ৭৩,০০০ টাকা। গতকাল রুপোর দাম ছিল রুপোর দাম ১ কেজিতে ৭৩,৯৫০ টাকা।

কলকাতায় সোনার দাম

১৮ মে কলকাতায় সোনার দাম ছিল ২২ ক্যারেটে ৪৬,৬৮০ টাকা। ২৪ ক্যারেটে দাম ছিল ৫০,৩০০ টাকা। ১৯ মে কলকাতায় ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৬,৬৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৩১০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৭৭০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৯২০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৬৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,৬৫০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৮২০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৭২০ টাকা। প্রসঙ্গত, ২৪ ক্যারেচে দিল্লি ও কলকাতা দুই শহরেই সোনার দাম ৫০ হাজারের উপরে উঠেছে বিয়ের মরশুমে। যা রীতিমতো তাৎপর্যপূর্ণ।
(তথ্য সূত্র - গুড রিটার্নস)

More GOLD News  

Read more about:
English summary
Gold Price in today in India and Kolkata latest update for May 19, 2021
Story first published: Wednesday, May 19, 2021, 14:37 [IST]