নয়া দিল্লিঃ প্রথম বারের মতো বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে Realme Narzo 30 স্মার্টফোনটি। ১৮ মে ভারতীর সময় দুপুর ১২ টায় সংস্থা মালয়েশিয়া বাজারে স্মার্টফোনটি লঞ্চ করছে। বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে লঞ্চের অনুষ্ঠানটি ভার্চুয়ালি হবে, যা সংস্থার অনলাইন সোশ্যাল মাধ্যমে লাইভ স্ট্রিমিং করা হবে। আসন্ন স্মার্টফোনটি সংস্থার Realme Narzo সিরিজের তৃতীয় স্মার্টফোন, কারণ এর আগে সংস্থা প্রকাশ করেছিল Narzo 30 Pro এবং Realme Narzo 30A স্মার্টফোনদুটি।
সংস্থার আসন্ন স্মার্টফোনটি মালয়েশিয়া MYT (9:30am IST) অর্থাৎ ভারতীয় সময়ে দুপুর ১২ টায় একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে। অনুষ্ঠানটি সংস্থার মালয়েশিয়ার ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং করা হবে। তবে ভারতে কবে Realme Narzo 30 প্রকাশ করবে সংস্থা তা এখনও অজানা রয়েছে। এর আগে Realme ভারতে প্রকাশ করেছিল তাদের Realme Narzo 30 Pro এবং Realme Narzo 30A স্মার্টফোনদুটি। আর এই কারণে অনেকে মনে করছেন দেশে প্রকাশ করা হতে পারে আসন্ন Realme Narzo 30 স্মার্টফোনটিও।
সংস্থার তরফে Realme Narzo 30 দাম লঞ্চ অনুষ্ঠানে প্রকাশ করা হবে। ভারতে Realme Narzo 30 Pro 5G স্মার্টফোনের দাম রাখা হয়েছিল ১৬,৯৯৯ টাকা, যেখানে অন্যদিকে সিরিজের আরেকটি মডেল 3GB RAM + 32GB স্টোরেজের দাম রাখা হয়েছিল ৮,৯৯৯ টাকা। আশাকরা হচ্ছে সিরিজের এই দুটি মডেলের স্মার্টফোনের মাঝামাঝি দাম ঠিক করা হতে পারে Realme Narzo 30 স্মার্টফোনটির।
আসন্ন Narzo 30 মডেলের বেশকিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে Realme Malaysia। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি ৯০ হার্জ রিফ্রেস রেট এবং MediaTek Helio G95 SoC ব্যবস্থা থাকবে ফোনটিতে। পাশাপাশি ব্যাটারির জন্য মিলবে একটি ৫০০০ মেগাহার্জের ব্যাটারি পরিষেবা, যা ১৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করবে। ক্যামেরার জন্য Narzo 30 মিলবে একটি ট্রিপিল রিয়ার ক্যামেরা, যার মধ্যে যুক্ত থাকবে একটি 48-megapixel primary সেন্সার। এছাড়াও আশাকরা হচ্ছে আসন্ন ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চি full-HD+ ডিসপ্লের সঙ্গে 580 nits ব্রাইটনেস এবং সেলফির জন্য একটি 16-megapixel ক্যামেরার পরিষেবা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.