একাধিক ঘূর্ণাবর্তের অবস্থান
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তর বিহার থেকে উত্তর ছত্তিশগড়ের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও পঞ্জাব এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। ২৩ মে নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪-৫ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.২ (২৭.৮)
বালুরঘাট ২৭.৪ ( ২৭)
বাঁকুড়া ২৩.৬ (২৭.৬)
ব্যারাকপুর ২৬.৪ (২৮.৬)
বহরমপুর ২৫.২ (২৫.২ )
বর্ধমান ২৪.৬ (২৬.৮)
ক্যানিং ২৭ (২৮.২)
কোচবিহার ২৫.৬ (২৩.৫)
দার্জিলিং ১৫ (১৫.১)
দিঘা ২৮.৮ (২৮.৬)
কলকাতা ২৫.৬ ( ২৮.৭)
মালদহ ২৮.১ ( ২৭.৪)
পানাগড় ২৫.২ (২৭.৬)
পুরুলিয়া ২৪.৫ (২৬.১)
শিলিগুড়ি ২৫.৪ (২৩.৪)
শ্রীনিকেতন ২৩.৩ ( ২৭.৬)