শুধু সোমবার কোভিশিল্ডের টিকা, কোভ্যাক্সিনের সূচি আগের মতোই
এবার থেকে শুধুমাত্র সোমবার সাধারণ নাগরিকদের কোভিশিল্ডের টিকা দেওয়া হবে। কিন্তু কোভ্যাকসিনের সূচি আগের মতোই থাকবে।
নিয়ম বদলের কারণ
এই নিয়ম বদলের কারণ হিসেবে জানা গিয়েছে, বেশ কিছু কেন্দ্রে কোভিশিল্ডের টিকা নষ্ট হচ্ছিল। পর্যাপ্ত সংখ্যায় লোক না আসায় ভয়েল খোলার পর তা নষ্ট হচ্ছিল। প্রায় প্রত্যেক কেন্দ্রেই এই সমস্যা দেখি দিয়েছিল। সেই কারণে কোভিশিল্ডের টিকা দান একটি দিন সীমাবদ্ধ করে দেওয়া হল। এতে ভ্যাকসিন কম নষ্ট হবে বলেই মনে করেছেন
কবে কাদের টিকা
বাজারের দোকানদার, হকার, পরিবহণ শ্রমিক, তৃতীয় লিঙ্গের মানুষদের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টিকা দেওয়ার কাজ করা হবে।
কোভিশিল্ডের সেকেন্ড ডোজ
কেন্দ্রীয় সরকারে ঠিক করে দেওয়া সময়সূচি অনুযায়ী, কোভিশিল্ডের সেকেন্ড ডোজ দেওয়া হবে ৮৪ দিন পরে।