কলকাতায় টিকা দেওয়ার নিয়মে বদল, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য দু'দিন নির্দিষ্ট

কলকাতায় (kmc) কেন্দ্রগুলিতে টিকা (corona vaccine) দেওয়ার নিয়মে পরিবর্তন। প্রকাশিত খবর অনুযায়ী, এবার থেকে ৯৬ টি কেন্দ্রে যেখানে প্রতিদিন কোভিশিল্ড (civishield) দেওয়া হত সেখানে শুধুমাত্র সোমবার তা দেওয়া হবে। বাকি ৪৪ টি কেন্দ্রে যেভাবে কো-ভ্যাকসিন (covaxine) দেওয়া হত সেভাবেই কাজ চালানো হবে।

শুধু সোমবার কোভিশিল্ডের টিকা, কোভ্যাক্সিনের সূচি আগের মতোই

এবার থেকে শুধুমাত্র সোমবার সাধারণ নাগরিকদের কোভিশিল্ডের টিকা দেওয়া হবে। কিন্তু কোভ্যাকসিনের সূচি আগের মতোই থাকবে।

নিয়ম বদলের কারণ

এই নিয়ম বদলের কারণ হিসেবে জানা গিয়েছে, বেশ কিছু কেন্দ্রে কোভিশিল্ডের টিকা নষ্ট হচ্ছিল। পর্যাপ্ত সংখ্যায় লোক না আসায় ভয়েল খোলার পর তা নষ্ট হচ্ছিল। প্রায় প্রত্যেক কেন্দ্রেই এই সমস্যা দেখি দিয়েছিল। সেই কারণে কোভিশিল্ডের টিকা দান একটি দিন সীমাবদ্ধ করে দেওয়া হল। এতে ভ্যাকসিন কম নষ্ট হবে বলেই মনে করেছেন

কবে কাদের টিকা

বাজারের দোকানদার, হকার, পরিবহণ শ্রমিক, তৃতীয় লিঙ্গের মানুষদের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টিকা দেওয়ার কাজ করা হবে।

কোভিশিল্ডের সেকেন্ড ডোজ

কেন্দ্রীয় সরকারে ঠিক করে দেওয়া সময়সূচি অনুযায়ী, কোভিশিল্ডের সেকেন্ড ডোজ দেওয়া হবে ৮৪ দিন পরে।

মেঘলা আকাশ, বাংলার জেলায় জেলায় আছড়ে পড়তে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ামেঘলা আকাশ, বাংলার জেলায় জেলায় আছড়ে পড়তে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া

More KMC News  

Read more about:
English summary
Kolkata Municipal corporation changes in vaccination schedule in West Bengal